» শুধুমাত্র কার্ডধারীদের কাছে ৩৫ টাকায় পেঁয়াজ বিক্রি করবে টিসিবি

প্রকাশিত: ০৮. অক্টোবর. ২০২৩ | রবিবার

৩৫ টাকা দরে পেঁয়াজ বিক্রি করবে সরকারি সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)। আগামীকাল  থেকে এই দরে পেঁয়াজ বিক্রি করবে সংস্থাটি।

 

কার্ডধারী এক কোটি দরিদ্র পরিবারের কাছে প্রতি মাসে ভর্তুকি মূল্যে দুই কেজি করে পেঁয়াজ বিক্রি করবে সংস্থাটি।  টিসিবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে  রোববার এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, বিগত কয়েক বছর ধরে ঢাল সময় বিবেচনা করে আগামীকাল সোমবার থেকে পর্যায়ক্রমে ঢাকা মহানগরীর কার্ডধারী ভোক্তার কাছে পেঁয়াজ বিক্রি হবে। প্রতি কেজির মূল্য ধরা হয়েছে ৩৫ টাকা।

তবে এই পেঁয়াজ দেশে আসার পর সরবরাহ করা হবে বলে জানানো হয়।

[hupso]