- দক্ষ পরিবহন চালক তৈরীতে বাংলাদেশে স্কুল প্রতিষ্টা করবে জাপান
- সিলেটে ব্যাটারীচালিত রিকশা শ্রমিকদের রাস্তা অবরোধ, প্রতিবাদ সমাবেশ
- সিলেটে অনৈতিক কাজে লিপ্ত থাকা ৪ হোটেল সিলগালা
- মিনিস্টার বাড়ী ভাঙ্গার কাজ বন্ধ
- শোডাউনের মাধ্যমে প্রচারণায় আরিফ চাইলেন নমিনেশন
- সিলেট বিভাগে বিএনপি’র মনোনয়ন প্রত্যাশীদের ভাগ্যনির্ধারণ রবিবার
- ৩২ ঘন্টায় সিলেটে পুলিশের বিশেষ অভিযানে ৬৭ জন আটক ।
- সিলেট ন্যায্য দাবী থেকে বঞ্চিত: আরিফুল হক
- যাত্রীকে বেঁধে রাখা হলো বিমানে
- প্রবাসীর স্ত্রীর সংবাদ সম্মেলন : ঘর দখল করে তালা ভেঙ্গে লুটপাট করেছে দেবর সুবেল
» এর চেয়ে জঘণ্য আর কি হতে পারে?
প্রকাশিত: ১৮. অক্টোবর. ২০২৩ | বুধবার
গাজার হাসপাতালে ইসরাইলের বোমা হামলায় কমপক্ষে ৫০০ মানুষ নিহত হওয়ার পর এর বিরুদ্ধে সৌদি আরবসহ বিশ্ব নেতারা কড়া নিন্দা জানাচ্ছেন। একে গণহত্যা ও যুদ্ধাপরাধ বলে অভিহিত করেছেন জর্ডানের বাদশা দ্বিতীয় আবদুল্লাহ। তিনি এরই মধ্যে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন ও আরব নেতাদের নিয়ে তার দেশে সামিট বাতিল করে দিয়েছেন। তিনি ইসরাইলের হামলা প্রসঙ্গে বলেছেন, এই অপরাধের পরও কোনো মানুষ নীরব থাকতে পারেন না। অন্যদিকে একে মানবতাবিরোধী অপরাধ বলে আখ্যায়িত করেছে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়। মঙ্গলবার ওই হামলার পর একে নৃশংস হামলা বলে সরাসরি প্রত্যাখ্যান করেছে সৌদি আরব। পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, এ হামলার মধ্য দিয়ে আন্তর্জাতিক আইন, নীতি এমনকি আন্তর্জাতিক মানবাধিকার বিষয়ক আইনও লঙ্ঘন করা হয়েছে। আন্তর্জাতিক মহল থেকে অসংখ্য মানুষ আপিল করা সত্ত্বেও বেসামরিক লোকজনের বিরুদ্ধে অব্যাহতভাবে হামলা চালানোর কারণে ইসরাইলের নিন্দা করেছে সৌদি আরব। বিবৃতিতে বলা হয়েছে, এই বিপজ্জনক ঘটনা আন্তর্জাতিক সম্প্রদায়কে দ্বিমুখী নীতি গ্রহণ থেকে বিরত রাখবে এবং বাছাই করা আন্তর্জাতিক মানবাধিকার বিষয়ক আইন অনুসরণ করা থেকে বিরত রাখবে। বেসামরিক লোকজনকে রক্ষার জন্য গুরুত্ব দিয়ে পদক্ষেপ নিতে হবে।আবদুল্লাহ হাসপাতালে বোমা হামলাকে গণহত্যা ও যুদ্ধাপরাধ বলে অভিহিত করে বলেছেন এই অবস্থায় কেউ নীরব থাকতে পারেন না। তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয় বর্বর এই হামলার কড়া নিন্দা জানিয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, হামলায় কয়েক শত ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন অনেক মানুষ। এর কড়া নিন্দা জানাই আমরা।
হাসপাতালে বেসামরিক স্থাপনাকে টার্গেট করে হামলা আন্তর্জাতিক আইন লঙ্ঘন হয়েছে বলে মন্তব্য করেছেন ইউরোপিয়ান ইউনিয়নের প্রধান চার্লস মিশেল। তিনি ইউরোপিয়ান নেতাদের সঙ্গে ভিডিও কনফারেন্সের পরে বলেছেন, নেতাদের সঙ্গে ভার্চুয়াল মিটিংয়ের সময়ে এ তথ্য জানতে পেরেছি। বেসামরিক অবকাঠামোর ওপর হামলা আন্তর্জাতিক আইন সমর্থন করে না। হামলাকে ভয়াবহ ও পুরোপুরি অগ্রহণযোগ্য বলে অভিহিত করেছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। তিনি বলেন, হাসপাতালে হামলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। হামলার নিন্দা জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। তারা অবিলম্বে বেসামরিক মানুষ এবং গাজার স্বাস্থ্য কেন্দ্রগুলোকে সুরক্ষিত রাখার আহ্বান জানিয়েছে। সংস্থার মহাপরিচালক ড. টেডরোস আধানম ঘেব্রেয়েসাস বলেছেন, আল আহলি আরব হাসপাতালে হামলার কড়া নিন্দা জানায় বিশ্ব স্বাস্থ্য সংস্থা।
[hupso]