- হচ্ছে না সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির নির্বাচন।
- ১০৪ জন জুলাই ভুয়া আন্দোলনকারী সনাক্ত
- দক্ষ পরিবহন চালক তৈরীতে বাংলাদেশে স্কুল প্রতিষ্টা করবে জাপান
- সিলেটে ব্যাটারীচালিত রিকশা শ্রমিকদের রাস্তা অবরোধ, প্রতিবাদ সমাবেশ
- সিলেটে অনৈতিক কাজে লিপ্ত থাকা ৪ হোটেল সিলগালা
- মিনিস্টার বাড়ী ভাঙ্গার কাজ বন্ধ
- শোডাউনের মাধ্যমে প্রচারণায় আরিফ চাইলেন নমিনেশন
- সিলেট বিভাগে বিএনপি’র মনোনয়ন প্রত্যাশীদের ভাগ্যনির্ধারণ রবিবার
- ৩২ ঘন্টায় সিলেটে পুলিশের বিশেষ অভিযানে ৬৭ জন আটক ।
- সিলেট ন্যায্য দাবী থেকে বঞ্চিত: আরিফুল হক
» সিলেটে দুই মামলায় বিএনপি জামায়াতের ৩০০ জন আসামি
প্রকাশিত: ৩০. অক্টোবর. ২০২৩ | সোমবার
 
               
               
     সিলেটে গতকাল রবিবার (২৯ অক্টোবর) হরতাল চলাকালে পুলিশের সঙ্গে ধাওয়া-পাল্টা ধাওয়া, সংঘর্ষ, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় বিএনপি-জামায়াতের ৩ শ নেতাকর্মীকে আসামি করে দুটি মামলা দায়ের করা হয়েছে। সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) কোতোয়ালি থানায় পুলিশ বাদি হয়ে মামলা দুটি দায়ের করে।
বিষয়টি সোমবার (৩০ অক্টোবর) সকালে থানা সূত্রে নিশ্চিত করা হয়েছে
গতকাল (রবিবার) দুটি মামলা দায়ের করা হয়েছে। দুই মামলায় দেড় শ করে অজ্ঞাত ৩ শ জনকে আসামি করা হয়েছে। দুটি-ই নাশকতার মামলা।
গতকাল হরতালের সময় আটক বিএনপি-জামায়াতের ৭ নেতাকর্মীকে এই দুই মামলায় গ্রেফতার দেখানো হবে বলে জানানো হয়।
সরকার পতনের এক দফা দাবিতে গতকাল রবিবার বিএনপি-জামায়াত সারা দেশে সকাল-সন্ধ্যা হরতাল ডাকে। হরতালে উত্তপ্ত হয় সিলেট সকাল ৮টার পর থেকে দুপুরের পর পর্যন্ত স্থানে স্থানে বিএনপি-জামায়াত নেতা-কর্মীদের ‘অতর্কিত’ পিকেটিং চলে। বিএনপি-জামায়াত নেতাকর্মীরা বিভিন্ন স্থানে বাস, রিকশা ও লেগুনায় আগুন দেন। ভাঙচুর করেন সিএনজিচালিত অটোরিকশাসহ বিভিন্ন যানবাহন। বাদ যায়নি সাংবাদিকের মোটরসাইকেলও। দুপুর পর্যন্ত বন্দর ও জিন্দাবাজার এলাকায় পুলিশের সঙ্গে হয় দফায় দফায় ধাওয়া-পাল্টা ধাওয়া, ইট-পাটকেল নিক্ষেপ। এসময় পুলিশ টিয়ার সেল, রাবার বুলেট ও সাউন্ড গ্রেনেড মেরে বিএনপি-জামায়াত নেতাকর্মীদের ছত্রভঙ্গ করে।
পুলিশের দাবি- বিএনপি-জামায়াত নেতাকর্মীদের হামলায় সিলেটে তাদের ৫ সদস্য আহত হয়েছেন।
এদিকে, হরতালের সময় পিকেটিং করতে গিয়ে পুলিশের হাতে আটক হন বিএনপি ও সহযোগী সংগঠন এবং জামায়াত-শিবিরের সাত নেতা-কর্মী।
এদের মধ্যে ৬ জনের নাম সংবাদমাধ্যমে দিয়েছে পুলিশ। এ ৬ জন হলেন- সিলেট মহানগর বিএনপি নেতা আব্দুল কাইয়ুম জালালী পংকী, সুনামগঞ্জ সদর থানার রংগার চর (আমবাড়ি) গ্রামের মো. আব্দুর রউফের ছেলে ইমরান আহমদ (২২), সিলেট মহানগরের কাজলশাহ’র ৮৬ নং বাসার সুলতান মাহমুদের ছেলে আব্দুল্লাহ আল ফাহিম (২১), সুনামগঞ্জ জেলার দোয়ারাবাজার থানার ফান্ডারগাঁওয়ের নুরু উদ্দিনের ছেলে ইমরান হোসেন (২৭), সিলেটের দক্ষিণ সুরমার উপজেলার বড়ইকান্দি গ্রামের সেরু মিয়ার ছেলে নাদিম আহমদ (২০), একই গ্রামের মৃত বাবুল হোসেনের ছেলে ওয়াহেদুল ইসলাম শহিদ (২৭)।
তাদেরকে আজ (সোমবার) আদালতে প্রেরণ করা হবে বলে জানিয়েছে পুলিশ।
[hupso]