- সিলেটে পুলিশের ৩ পদে অদল-বদল
- জয় বাংলা শ্লাোগানে মিছিল করার অপরাধে ছাত্রলীগের দুই নেতা আটক
- কানাইঘাটে ছাত্রদল নেতা খুন
- ড.ইউনুস গংদের পদত্যাগের দাবীতে লন্ডন যুবলীগের সমাবেশ
- জকিগঞ্জে মালামালসহ আগ্নেয়াস্ত্র জব্দ
- আলজেরিয়া বাংলাদেশে বানিজ্য সম্পর্ক বাড়াতে চায়
- সিকৃবিতে বাঁধনের এক যুগ পুর্তি অনুষ্ঠিত
- সিলেট এমএ বিমান বন্দরকে পুর্নাঙ্গ আন্তর্জাতিক বিমান বন্দরের দাবীতে সভা অনুষ্টিত ।
- মারা গেছেন মুনতাহার খুনি মার্জিয়ার নানী
- সিলেট এয়ারপোর্ট সড়কে ট্রাক-চাপায় একজন নিহত
» খেলা নিয়ে ভারত- বাংলাদেশ র্মিথস্ক্রিয়া
প্রকাশিত: ২৯. নভেম্বর. ২০২৩ | বুধবার
সদ্য সমাপ্ত বিশ্বকাপ ক্রিকেটে ভারতকে হারিয়ে অস্ট্রেলিয়া চ্যাম্পিয়ন হওয়ায় বাংলাদেশি ক্রিকেটপ্রেমীদের মধ্যে আনন্দ বিরাজ করছে। সোশ্যাল মিডিয়ায় বাংলাদেশিদের উল্লাস করার ভিডিও দেখে ভারতীয়রা মেনে নিতে পারছেন না। ফলে দুই দেশের সমর্থকদের মধ্যে সাইবার স্নায়ুযুদ্ধ শুরু হয়। ভারতীয় একটি গণমাধ্যম এ বিষয়ে দেশের অখ্যাত এক অভিনেতার মতামত জানতে চেয়েছে একটি মামুলী অনলাইন পেইজ সেখানে । ওই অভিনেতা অস্টে্রলিয়াকে সমর্থনকারী বাংলাদেশী সমর্থকদের ৭১ এর পরাজিত গোষ্ঠীর বা স্বাধীনতাকে মেনে নিতে পারেনি যারা তাদের উত্তরসূরী বলে মন্তব্য করে। এরপর সারাদেশের সোশাল মিডিয়ায় ওই ভারতীয় কট্টরপন্থী সমর্থক অভিনতাকে নিয়ে ট্রল শুরু হয়। কোটি কোটি নেতিবাচক কমেন্টে প্রতিক্রিয়া জানান বাংলাদেশী ফেইসবুক ইউটিউব এক্স টিকটিক ব্যবহারকারীরা। এদিকে অস্ট্রেলিয়াকে সমর্থন করায় বেজায় চটেছেন ভারতীয় রাজনৈতিক থেকে অভিনেতা খেলোয়াড় কট্টরপন্থী হিন্দু ধর্মীয় নেতারা। খুব কড়া ভাষায় প্রতিক্রিয়া জানাচ্ছেন বিভিন্ন সময় বাংলাদেশ থেকে পালিয়ে যাওয়া উদ্বাস্তু জনগোষ্ঠীর লোকেরা। ইতোমধ্যে বিজেপির পশ্চিমবঙ্গের এক থার্ডক্লাস এক নেতা মিডিয়ায় বলছেন আমাদের সৃষ্টি করে দেওয়া বাংলাদেশ আমাদের বিরুদ্ধে দাঁড়িয়েছে। বেশিরভাগ হবে হিন্দুত্ববাদীরা বাংলাদেশকে দখল করা উচিত বলে মন্তব্য করছে। এদেশের সমর্থকরা বলছেন ভালো খেলেছে বলে আমরা দারুণ উপভোগ করেছি। অস্ট্রেলিয়াকে সমর্থনকারী দরগাহ এলাকার বাসিন্দা কামাল আহমেদ বলেন বাংলাদেশ একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র এদেশ ৩০ লক্ষ শহীদের রক্তে ২ লক্ষ মা বোনের সম্ভ্রমের বিনিময়ে হাজার হাজার মুক্তিযোদ্ধার বীরত্বে অর্জিত হয়েছে কারো দয়ায় দাক্ষিণ্যে নয় কা’কে সমর্থন করব কা’কে নয় কারো চোখ রাঙানীতে নয় কারো প্রেসক্রিপশনে নয়। মূল কথা হলো ভারতের প্রতি এদেশের মানুষের সমর্থন কমে যাওয়ার পিছনে একটাই কারণ বাংলাদেশের রাজনীতিতে ভারতের উলঙ্গ হস্তক্ষেপ। সেদিনকার অস্ট্রেলিয়ার সমর্থক রিংকু ঘোষ বলেন খেলাকে খেলার মধ্যে রাখা উচিত। যারা ভালো খেলবে তাদেরকে সমর্থন করবে এটাইতো স্বাভাবিক। অস্ট্রেলিয়ার সমর্থক মুকুল বলেন একটা খেলার সমর্থনকে কেন্দ্র করে ভারত যে প্রতিক্রিয়া দেখাচ্ছে তা দুঃখজনক। ভ্রমণ ভিসা বন্ধ হোটেল বুকিং বন্ধসহ নানাবিধ কড়া প্রতিক্রিয়া এদেশের সমর্থক কমবে।
[hupso]