- জকিগঞ্জ এক হাজার পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
- সিলেটে ইবনে সিনা হাসপাতালের ডিজিটাল বোর্ডে ‘জয় বাংলা জয় বঙ্গবন্ধু
- অবিস্মরণীয় উদ্যোগ: বিমান ভাড়া কমেছে ৭৫ ভাগ
- এদেশে ফ্যাসিস্টদের পুনর্বাসনের আর কোন সুযোগ দেয়া হবেনা: মিয়া গোলাম পরওয়ার
- সিলেটের বিশ্বনাথে ৬’বছরের শিশু ধর্ষণকারী আটক
- কিসের ইফতার কিসের কি একে অপরকে ঘায়েল করতে উন্মাদ দু’গ্রামবাসী
- চিকিৎসা সেবা ব্যাহত: কমপ্লিট শাট ডাউনে ইন্টার্নরা
- ওরা ধর্ষক
- শাহ আরেফিন টিলায় কবরস্থান থেকে পাথর উত্তোলন করা নিয়ে ব্যাপক সংঘর্ষ
- ঢাকার বিকল্প রাজধানী হতে পারে যে শহর? এআই বলছে সিলেট
» ভোটের দিন গণপরিবহন চলবে, মোটরবাইক ট্রাক মাইক্রোবাস স্টিমার চলবেনা
প্রকাশিত: ০৪. জানুয়ারি. ২০২৪ | বৃহস্পতিবার

ভোটাররা যাতে নির্বিঘ্নে ভোট দিতে ভোট কেন্দ্রে যেতে পারে সেজন্য ৭ জানুয়ারি, নির্বাচনের দিন গণপরিবহন ও ব্যক্তিগত গাড়ি চলাচলে কোনো নিষেধাজ্ঞা থাকবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব মো. মোস্তাফিজুর রহমান।
সব পরিবহনের চলাচলে নিষেধাজ্ঞা আরোপ করা হলে ভোটাররা কীভাবে ভোট কেন্দ্রে যাবেন? এটি বিবেচনা করে, আমরা গণপরিবহন যেমন—লোকাল বাস বা নিয়মিত রুটের বাস ও প্রাইভেট কার চলাচলের অনুমতি দিচ্ছি।’
এছাড়া ইজি বাইক ও অটোরিকশা চলাচলের অনুমতিও দেওয়া হবে বলে জানান তিনি।
এ বিষয়ে একদিনের মধ্যে সার্কুলার জারি করা হবে।
এর আগে ৩১ ডিসেম্বর একটি সার্কুলারে ৬ জানুয়ারি সকাল ১২টা থেকে ৭ জানুয়ারি রাত ১২টা পর্যন্ত ট্যাক্সি ক্যাব, মাইক্রোবাস, লরি এবং ট্রাক চলাচলে নিষেধাজ্ঞা জারি করে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ। একইসঙ্গে ৫ জানুয়ারি মধ্যরাত থেকে ৮ জানুয়ারি মধ্যরাত পর্যন্ত মোটরসাইকেল চলাচল করতে দেওয়া হবে না বলে ওই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।
তবে আইনশৃঙ্খলা বাহিনী, সশস্ত্র বাহিনী, প্রশাসক ও নির্বাচন পর্যবেক্ষকদের জন্য এ নিষেধাজ্ঞা কার্যকর হবে না। ওষুধ, স্বাস্থ্য পরিষেবা ও সংবাদপত্র পরিবহনের মতো জরুরি পরিষেবা প্রদানকারী যানবাহন এই নিষেধাজ্ঞার বাইরে থাকবে।
এই সময়ের মধ্যে বিদেশগামী ও তাদের আত্মীয়স্বজন যারা বিমানবন্দরে আসা-যাওয়া করবেন তারাও এই নিষেধাজ্ঞার বাইরে থাকবে। সেক্ষেত্রে যাত্রীদের বিমানের টিকিটের মতো সম্পর্কিত নথি দেখাতে হবে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, নির্বাচনে প্রার্থী ও প্রার্থীর এজেন্টদের যথাযথ স্টিকার এবং রিটার্নিং অফিসারের অনুমোদন থাকতে হবে। তারা গাড়ি বা মাইক্রোবাস চলাচলের অনুমতি পাবেন।
এ ছাড়া জেলা ম্যাজিস্ট্রেট তার প্রয়োজন ও বাস্তবতার ওপর নির্ভর করে যে কোনো ধরণের মোটরযান চলাচলে নিষেধাজ্ঞা জারি বা শিথিল করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিতে পারেন, বিজ্ঞপ্তিতে যোগ করা হয়েছে।
[hupso]