» দ্বাদশ জাতীয় নির্বাচন ভোট শুরুর আর কয়েক ঘন্টা বাকী।

প্রকাশিত: ০৭. জানুয়ারি. ২০২৪ | রবিবার

রাত পোহালেই দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন এই নির্বাচন নিয়ে দেশে বিদেশে নানা রকম আলোচনা সমালোচনা থাকলেও ক্ষমতাসীন সরকার এবং তার দল সেটা কোনো রকম গ্রাহ্যই করছেনা। দেশে মূল বিরোধী দল গুলো নির্বাচনে অংশ গ্রহণ না করায় অনেকটা একতরফা নির্বাচন হচ্ছে। কিংস পার্টি সরকারের পৃষ্ঠপোষকতায় নির্বাচন করছে এমনতর সমালোচনা দেশের সংখ্যাগরিষ্ট মানুষের মুখে মুখে। ডামি প্রার্থী সরকারের নতুন সংযোজন। বাংলাদেশের ইতিহাসে এরকম ডামি প্রার্থীর ধারণা কেউ দেয়নি। সমালোচকরা দ্বাদশ জাতীয় নির্বাচনকে ডামি জাতীয় নির্বাচন বলে হাসি মস্করা করে থাকেন । বিএনপিসহ সমমনা দলগুলো শেখ হাসিনার অধীনে নির্বাচন করবেনা বলে ২০১৪ সাল থেকে তত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের দাবী জানিয়ে আসছে । কিন্তু সরকার তত্বাবধায়ক সরকারের বিধান সংবিধান থেকে ধারাটি বাতিল করে দেওয়ায় সেকারণে তত্বাবধায়কে ফিরে যাবার সুযোগ নেই বলে জানায়,
প্রধানমন্ত্রীর অধীনে নির্বাচন করতে হবে।দেশের সর্ববৃহৎ বিরোধীদল বিএনপি এবং তাদের শরীক জামায়াত সহ দেশের প্রায় শতাধিক রাজনৈতিক দল নির্বাচনে অংশ গ্রহণ করেনি। জাতিসংঘ সহ ইউরোপ আমেরিকার বহুদেশ এই একতরফা নির্বাচন থেকে সরকারকে সরে আসতে বিভিন্নভাবে পরামর্শ দিলেও সরকার তাতে কর্ণপাত করেনি। আমেরিকা স্যাংশনের মতো কঠোর পদক্ষেপের হুশিয়ারী দিলেও তাতেও সরকার দমেনি একটি একমুখী নির্বাচন করতে বদ্ধ পরিকর। এদিকে নির্বাচন বর্জন এবং প্রতিহত করতে বিরোধী দলগুলো গত ৩ মাস ধরে হরতাল অবরোধসহ নানা কর্মসূচী দিয়ে চলেছে আর সরকার পুলিশ দিয়ে তা মোকাবেলা করে বিরোধী দলীয় নেতাকর্মীদের নানা হয়রানী মূলক মমমলায় জড়িয়ে এখন পর্যন্ত দেশের বিরোধী দলীয় বিশ হাজারেরও বেশি নেতাকর্মী কে গ্রেফতার করেছে। কয়েক লক্ষ মামলা বিরোধী দলীয় নেতাকর্মীদের ওপর ঝুলছে মামলার খড়গ মাথায় নিয়ে বিরোধী দলের নেতাকর্মীদের কর্মসূচীর ভবিষ্যৎ কি তা সময় বলে দেবে বলে মনে করছেন নেতারা। বিশেষজ্ঞরা বলছেন বিরোধী দলের অকার্যকর আন্দোলনে সরকার পরিবর্তনের কোনো সম্ভাবনা নেই।

[hupso]