- জকিগঞ্জ এক হাজার পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
- সিলেটে ইবনে সিনা হাসপাতালের ডিজিটাল বোর্ডে ‘জয় বাংলা জয় বঙ্গবন্ধু
- অবিস্মরণীয় উদ্যোগ: বিমান ভাড়া কমেছে ৭৫ ভাগ
- এদেশে ফ্যাসিস্টদের পুনর্বাসনের আর কোন সুযোগ দেয়া হবেনা: মিয়া গোলাম পরওয়ার
- সিলেটের বিশ্বনাথে ৬’বছরের শিশু ধর্ষণকারী আটক
- কিসের ইফতার কিসের কি একে অপরকে ঘায়েল করতে উন্মাদ দু’গ্রামবাসী
- চিকিৎসা সেবা ব্যাহত: কমপ্লিট শাট ডাউনে ইন্টার্নরা
- ওরা ধর্ষক
- শাহ আরেফিন টিলায় কবরস্থান থেকে পাথর উত্তোলন করা নিয়ে ব্যাপক সংঘর্ষ
- ঢাকার বিকল্প রাজধানী হতে পারে যে শহর? এআই বলছে সিলেট
» কুমারপাড়ায় গ্যাস লাইনে আগুন
প্রকাশিত: ২৯. জানুয়ারি. ২০২৪ | সোমবার

সিলেট মহানগরের কুমারপাড়ায় গ্যাস লাইনে আগুন ও ধোঁয়া দেখা যায় এতে পথচারীও স্থানীয়দের মাঝে আতঙ্ক দেখা দেয়। তবে বড় কোনো দুর্ঘটনা ঘটেনি।
খবর পেয়ে তৎক্ষণাত ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে কয়েক মিনিটের প্রচেষ্টায় আগুন নিভিয়ে ফেলে। পরে জালালাবাদ গ্যাস ট্রান্সমিসন এ্যান্ড ডিস্ট্রিবিউশন সিস্টেম লিমিটেডের টিম এসে লাইন মেরামত করে।
সোমবার (২৯ জানুয়ারি) দুপুর দেড়টার দিকে কুমারপাড়াস্থ বসুন্ধরা মটর নামক প্রতিষ্ঠানের সামনে কালবার্টের নিচে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, দুপুর দেড়টার দিকে কুমারপাড়াস্থ বসুন্ধরা মটরস নামক প্রতিষ্ঠানের সামনে কালবার্টের নিচে গ্যাস সঞ্চালনের লাইন থেকে হঠাৎ কিছুটা আগুন ও ধোঁয়া বের হতে দেখা যায়। এসময় পথচারী ও স্থানীয় বাসিন্দাদের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে। সঙ্গে সঙ্গে স্থানীয়রা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সিলেটের তালতলা স্টেশনে খবর দিলে একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে এসে কয়েক মিনিটের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণ করে ফেলে।
টিমের নেতৃত্বে থাকা সিলেট ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা মো. বেলাল হোসেন সিলেটসংবাদকে বলেন- খবর পাওয়ামাত্র আমরা এসে ৫-৭ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণ করে ফেলি। এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। পরে জালালাবাদ গ্যাসের একটি টিম এসে লাইন মেরামতের কাজ করে।
[hupso]