- সিলেটের ৪ টি আসনে বিএনপির প্রার্থী ঘোষণা
 - সাবেক মেয়রের মশাল মিছিল
 - সিলেটে জাগপায় যোগদান উপলক্ষে সংবর্ধনা
 - সিলেটে আওয়ামীলীগ নেতা খুন
 - অপরাধ প্রবণ এলাকা শাহপরাণও কতোয়ালী
 - হচ্ছে না সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির নির্বাচন।
 - ১০৪ জন জুলাই ভুয়া আন্দোলনকারী সনাক্ত
 - দক্ষ পরিবহন চালক তৈরীতে বাংলাদেশে স্কুল প্রতিষ্টা করবে জাপান
 - সিলেটে ব্যাটারীচালিত রিকশা শ্রমিকদের রাস্তা অবরোধ, প্রতিবাদ সমাবেশ
 - সিলেটে অনৈতিক কাজে লিপ্ত থাকা ৪ হোটেল সিলগালা
 
» সিকৃবিতে এপিএ-এর সাথে কোয়ালিটি অ্যাসুরেন্স, গবেষণা, উদ্ভাবন এবং টেকসই উন্নয়ন বিষয়ক কর্মশালা
প্রকাশিত: ০৭. ফেব্রুয়ারি. ২০২৪ | বুধবার
               
               
     সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে (সিকৃবি) “বার্ষিক কর্মসম্পাদন চুক্তি ২০২৩-২৪ বাস্তবায়নের লক্ষ্যে ওয়ার্কশপ অন কোয়ালিটি অ্যাসুরেন্স, রিসার্চ, ইনোভেশন অ্যান্ড সাসটেইনেবল ডেভেলপমেন্ট উইথ রেফারেন্স টু এপিএ” শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল (আইকিউএসি) এর আয়োজনে, বার্ষিক কর্মসম্পাদন চুক্তি (এপিএ) কমিটির সহযোগিতায় ৭ ফেব্রুয়ারি সকাল ১০টায় সিকৃবির ভেটেরিনারি, এনিম্যাল ও বায়োমেডিক্যাল সায়েন্সেস অনুষদ ভবন-২ এর সম্মেলন কক্ষে এই কর্মশালাটি অনুষ্ঠিত হয়। কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের সদস্য প্রফেসর ড. মোঃ আবু তাহের। প্রধান পৃষ্ঠপোষক হিসেবে বক্তব্য রাখেন ভাইস চ্যান্সেলর প্রফেসর ডাঃ মোঃ জামাল উদ্দিন ভূঞা। আইকিউএসি-এর পরিচালক প্রফেসর ড. পীযুষ কান্তি সরকারের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন সিকৃবির নৈতিকতা কমিটির সভাপতি প্রফেসর ড. এম রাশেদ হাসনাত, আইকিউএসি-এর অতিরিক্ত পরিচালক প্রফেসর ড. ফুয়াদ মন্ডল। অনুষ্ঠানটি সঞ্চালনা করেছেন জনসংযোগ ও প্রকাশনা দপ্তরের উপ পরিচালক খলিলুর রহমান ফয়সাল। পরবর্তীতে শুদ্ধাচার সংক্রান্ত প্রশিক্ষণ-৩ অনুষ্ঠিত হয়।

রিসোর্স পার্সন হিসেবে সেখানে প্রশিক্ষণ প্রদান করেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের সদস্য প্রফেসর ড. মোঃ আবু তাহের এবং বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের এপিএ-এর ফোকাল পয়েন্ট বিষ্ণু মল্লিক। সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিনবৃন্দ, বিভাগীয় চেয়ারম্যানবৃন্দ, দপ্তর প্রধানবৃন্দ, পরিচালকবৃন্দ, হল প্রভোস্টবৃন্দ এই কর্মলাশায় অংশ নিয়েছেন। কর্মশালাটি সমন্বয় করেন সিকৃবির এপিএ-এর ফোকাল পয়েন্ট ড. মোঃ ইকবাল হোসেন।
[hupso]