- জুতা চোরদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে
- জকিগঞ্জ এক হাজার পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
- সিলেটে ইবনে সিনা হাসপাতালের ডিজিটাল বোর্ডে ‘জয় বাংলা জয় বঙ্গবন্ধু
- অবিস্মরণীয় উদ্যোগ: বিমান ভাড়া কমেছে ৭৫ ভাগ
- এদেশে ফ্যাসিস্টদের পুনর্বাসনের আর কোন সুযোগ দেয়া হবেনা: মিয়া গোলাম পরওয়ার
- সিলেটের বিশ্বনাথে ৬’বছরের শিশু ধর্ষণকারী আটক
- কিসের ইফতার কিসের কি একে অপরকে ঘায়েল করতে উন্মাদ দু’গ্রামবাসী
- চিকিৎসা সেবা ব্যাহত: কমপ্লিট শাট ডাউনে ইন্টার্নরা
- ওরা ধর্ষক
- শাহ আরেফিন টিলায় কবরস্থান থেকে পাথর উত্তোলন করা নিয়ে ব্যাপক সংঘর্ষ
» সিলেটে আবারও বন্যা দ্বার গোড়ায়
প্রকাশিত: ১৩. জুন. ২০২৪ | বৃহস্পতিবার

ভারী বৃষ্টি ও হঠাৎ উজান থেকে নেমে আসা ঢলে সিলেটে গত মাসের শেষের দিকে বন্যা দেখা দেয়। বন্যায় ক্ষতিগ্রস্ত হয় বসতবাড়ি-রাস্তা ঘাট, পানিবন্দি হয়ে পড়েন লাখো মানুষ। এর ঠিক দুই সপ্তাহের মাথায় সিলেটে ফের বন্যা আতঙ্ক। গত ২৪ ঘন্টায় ভারতের চেরাপুঞ্জিতে ভারী বৃষ্টি রেকর্ড করা হয়েছে। একই সাথে সিলেটেও বৃষ্টি হচ্ছে। যার ফলে সিলেটে উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের আশঙ্কা করা হচ্ছে।
এমনটি হলে সিলেটে আবারও বন্যা পরিস্থিতি সৃষ্টি হতে পারে।
জেলা প্রশাসনের পক্ষ থেকে ইতিমধ্যে ৫৫১ টি আশ্রয় কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে। যেগুলো ২৯ মে বন্যার সময় প্রস্তুত করা হয়।
ইন্ডিয়া মেট্রলজিক্যাল ডিপার্টমেন্ট এর তথ্য মতে, মেঘালয়ের চেরাপুঞ্জিতে গত ২৪ ঘন্টায় (বুধবার সকাল ৯টা থেকে বৃহস্পতিবার সকালা ৯টা পর্যন্ত) ৩৪৯ মি.মি. বৃষ্টি রেকর্ড করা হয়। বৃষ্টি হয়েছে অন্যান্য রাজ্যেও। আগামী কয়েকদিন এসব এলাকায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
সিলেট আবহাওয়া অফিসের তথ্য মতে সিলেটে গত ২৪ ঘন্টায় (বুধবার সকাল ৬টা থেকে বৃহস্পতিবার সকালা ৬টা পর্যন্ত) ৪.৬ মি.মি. বৃষ্টি রেকর্ড করা হয়। আর সকাল ৬টা থেকে ১২টা পর্যন্ত ১৮৬ মি.মি. বৃষ্টি রেকর্ড করা হয়েছে।
সিলেট আবহাওয়া অফিসের সহকারী আবহাওয়াবিদ শাহ মো. সজীব হোসাইন জানান, সিলেটের আকাশে বজ্রমেঘ অবস্থান করছে। এর প্রভাবে ভারী বৃষ্টিপাতের পাশাপাশি ব্যাপক বজ্রপাতও হতে পারে।
এদিকে সিলেট জেলা প্রশাসন পক্ষ থেকে দূর্যোগ পরিস্থিতি বিবেচনা করে ছুটির সময়ে উদ্ভূত পরিস্থিতি মোকাবেলার জন্য সকল কর্মকর্তাগণকে প্রস্তুতি রাখার জন্য অনুরোধ করা হয়েছে।
পাহাড়ি ঢলের পানিতে সিলেট জেলার সীমান্তবর্তী উপজেলাগুলোতে আকস্মিক বন্যা পরিস্থিতি সৃষ্টি হওয়ার আশঙ্কা দেখা দেওয়ায় সতর্কতা জারি করেছেন সিলেটের জেলা প্রশাসক শেখ রাসেল হাসান।
[hupso]