- আল্লামা বালাউটি রহ ৫ম ঈসালে সাওয়াব মাহফিল সম্পন্ন |
- সিলেট সীমান্তে প্রায় সাড়ে ৩ কোটি টাকার চোরাই পণ্য জব্দ
- আমাজনের জঙ্গলে স্বয়ংক্রিয় ক্যামেরায় নতুন এক সম্প্রদায়ের খোঁজ পাওয়া গেছে
- আওয়ামীগের করা প্রকল্পগুলো ৯৫ ভাগই বাতিলের তালিকায়
- সিলেট- সুনামগঞ্জ সীমান্তে ৩ কেটি টাকার চোরাই পণ্য জব্দ
- শাপলা বিল থেকে ফেরার পথে তামাবিল সড়কে প্রাণ হারালো তিন তরুণ
- সিলেট আদালত পাড়ায় পুলিশের মাঝখানে নূুরুকে পেটালেন তারা
- সিলেট-১ সংসদীয় আসনে প্রার্থী নিশ্চিত করলো বিএনপি
- বিজয় দিবসে নুপুর বেতার শ্রোতা ক্লাবের পুষ্পার্ঘ্য অর্পন
- সিলেটে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপন
» ঘন্টায় ঘন্টায় লোডশেডিং অতিষ্ট জনজীবন
প্রকাশিত: ২৪. জুন. ২০২৪ | সোমবার
সিলেট নগরীতে প্রতি ঘন্টায় ঘন্টায় লোডশেডিং হচ্ছে। চরম দুর্ভোগে রয়েছেন সাধারন মানুষ। ব্যবসা প্রতিষ্ঠান, বাসা-বাড়ি ও বিভিন্ন সরকারি বেসরকারি অফিসে নষ্ট হচ্ছে কর্মঘন্টা। এতে ক্ষোভ প্রকাশ করছেন ভুক্তভোগিরা।সকাল থেকে শুরু লোডশেডিং। সিটি করপোরেশনের পানি সরবরাহের সময়টাতে লোডশেডিং মারাত্মক সমস্যা সৃষ্টি করে। পানির অভাবে গৃহস্থালির স্বাভাবিক কার্যক্রম চরমভাবে ব্যহত হয়। শিশু- বৃদ্ধ পানির সংকটে গোসল খাওয়া পরিস্কার পরিচ্ছনতা কাজে সীমান দুর্ভোগ পোহাতে হয়।
সিলেট জেলা বিদ্যুৎ উন্নয়ন বোর্ড জানায়, সিলেটে আজ সোমবার (২৪ জুন) ২০ শতাংশ লোডশেডিং হচ্ছে। ৮০ শতাংশ বিদ্যু পাচ্ছেন গ্রাহকরা। বিকেলে সিলেট বিভাগে বিদ্যুতের চাহিদা ছিলো ২১৫ মেগাওয়াট আর সিলেট জেলায় ছিলো ১৪০ মেগাওয়াট।
নগরীর জিন্দাবাজার এলাকার বাসিন্দা ইকবাল মিয়া বলেন, আজ প্রায় প্রতি ঘণ্টায় লোডশেডিং হচ্ছে। বিকেল তিনটা থেকে রাত আটটা পর্যন্ত অন্তত চারবার লোডশেডিং হয়েছে।ঘন ঘন লোডশেডিংয়ের ফলে অনেক কাজে ঘটছে চরম ব্যাঘাত। বাসার শিশুরা পড়ালেখায় মনযোগ দিতে পারছে না। ফলে সবদিকেই ক্ষতি করছে এ লোডশেডিং।
আরামবাগ এলাকার ব্যবসায়ী শাহীন আহমদ বলেন, খুব বাজে অবস্থা। কিছুক্ষণ পরপরই বিদ্যুৎ চলে যাচ্ছে। আমাদের ব্যবসার প্রচুর ক্ষতি হচ্ছে।
বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিউবো) বিক্রয় ও বিতরণ বিভাগ সিলেট-২ এর নির্বাহী প্রকৌশলী শামস-ই আরেফিন বলেন, চাহিদার তুলনায় সরবরাহ কম থাকায় লোডশেডিং হচ্ছে।
বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিউবো) সিলেট অঞ্চলের প্রধান প্রকৌশলী আব্দুল কাদির বলেন,আমরা গুরুত্ব সহকারে লোডশেডিং যাতে কমিয়ে আনা যায় এজন্য কাজ করছি।
[hupso]