» বিক্ষুব্ধ জনতার রোষানলে দেশ এখন বিভীষিকাময়

প্রকাশিত: ০৫. আগস্ট. ২০২৪ | সোমবার

 

পাঁচই আগস্ট ছাত্রজনতার গণ-অভ্যুত্থানে আওয়ামীলীগ সরকার প্রধান শেখ হাসিনা পালিয়ে যাবার পর সারা দেশে ছড়িয়ে পড়ে বিশৃঙ্খলা। ১৬ বছরের একনায়কতান্ত্রিক শাসন অভীষ্ট, অত্যাচার নিপীড়ন আর জেল জুলুমের শিকার ঘর ছাড়া ভুক্তভোগীরা রাগে ক্ষোভে ফেটে পড়েন তারা আওয়ামীলীগ নেতাকর্মীদের বাড়ী ঘরে ভাঙচুর চালায়। এদিন সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়ন ছাত্রলীগের সহ সভাপতি হোসেন আহমদের গ্রামের বাড়ী শ্রীধরপাশায় ভাঙচুর লোটপাট ও অগ্নিসংযোগ ঘটনা ঘটে। এসময় বাড়ীতে ছাত্রলীগ নেতার কেউ ছিলেন না। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পালানের খবর দেশ জুড়ে ছড়িয়ে পড়লে সারা দেশে হত্যা লুটপাট অগ্নিসংযোগ চলতে থাকে। আওয়ামীলীগ নেতাকর্মীদের বাড়ীতে বাড়ীতে তল্লাশী চালানো হয়,এইদিন আওয়ামীলীগ নেতাকর্মীরা জীবন রক্ষার তাগিদে যে যেখানে পারছেন পালিয়ে গেছেন। কলকলিয়া ইউনিয়ন ছাত্রলীগের সহসভাপতি
হোসেন আহমদের পরিবার বিক্ষুব্ধ জনতার রোষানল থেকে বাঁচতে আশপাশের বাড়ী ঘরে গা ঢাকা দেয়। বাড়ীতে থাকা গৃহকর্মীরাও এসময় প্রাণের ভয়ে পালিয়ে যায় । দুজনকে যারা ঘরের ভেতর লুকিয়ে ছিলো তাদেরকে মারধর করা হয় বলে জানা যায় । এসময় বাড়ীঘরের দরজা ভেঙ্গে লুটপাট করে ঘরে থাকা জিনিসপত্র ভাঙচুরও করা হয়।বিক্ষুব্ধ ছাত্র জনতা দেশীয় অস্ত্রসস্ত্রসহ মূল রাস্তা ব্যারিকেড দিয়ে রাখে যাহাতে আওয়ামীলীগ ও তার দোসররা পালিয়ে যেতে না পারে। জানা গেছে মধ্যরাত পর্যন্ত রাস্তায় আগুন জ্বালিয়ে তারা পাহারা বসায়। একাত্তরের পর এমন আতংকের রাত এই জনপদের মানুষকে এর পরে কখনো কাটাতে হয়নি।
প্রত্যক্ষদর্শীরা জানান হোসেন আহমদের বাড়ীতে প্রায় ঘন্টাব্যাপী লুটপাট ভাঙচুর চলে। যাবার সময় ঘরে আগুন লাগিয়ে দেয় বিক্ষুব্ধ জনতা। বাদলার দিনে প্রচন্ড বৃষ্টি হচ্ছিলো যে কারণে আগুণ বেশিদূর ছড়াতে পারেনি। আগুনে তেমন ক্ষয়ক্ষতি হয়নি।

তবে ঘর থেকে আসবাবপত্র চাল ধান গরু মহিষ ও মুল্যবান অনেক সামগ্রী বিক্ষোভকারীরা নিয়ে যায় প্রত্যক্ষদর্শীরা বলছেন বিছানার বেড পর্যন্ত নিয়ে যেতে দেখেছেন । সন্ধ্যার পর মাইকে ঘোষণা দিয়ে জানানো হয় আওয়ামী দোসরদের কেউ আশ্রয় দেবেন না।যারা আশ্রয় দিবে তাদের বাড়ীঘর ভাঙচুর করা হবে। আওয়ামী দোসর হিসেবে তাদেরও চিহ্নিত করা হবে।

[hupso]