» সিলেটে আরো মামলা আসামী ১০১ জন

প্রকাশিত: ২৯. আগস্ট. ২০২৪ | বৃহস্পতিবার

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় (৪ই আগস্ট) সিলেট কোর্ট পয়েন্টে ছাত্র-জনতার মিছিলে হামলা ও গুলির ঘটনায় সাবেক এক সংসদ সদস্য, মেয়র ও তিন পুলিশ কর্মকর্তার নামে মামলা হয়েছে।

এ ছাড়া মামলায় সাবেক মেয়র ও সংসদ সদস্য ছাড়াও ১০১ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত পরিচয় আরও ২০০ থেকে ৩০০ জনকে আসামি করা হয়েছে। মামলায় প্রধান আসামি করা হয়েছে সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরীকে।

বৃহস্পতিবার (২৯ আগস্ট) সিলেটের অতিরিক্ত চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে মামলাটি দায়ের করেন ফেঞ্জুগঞ্জ উপজেলার সুলতানপুর গ্রামের আব্দুছ ছালামের ছেলে মো. আব্দুর রহমান।

এ মামলায় এজারনামীয় অন্য আসামিরা হলেন-সিলেট-৩ আসনের সাবেক সংসদ সদস্য হাবিবুর রহমান হাবিব, এসএমপির উপ-পুলিশ কমিশনার (উত্তর) আজবাহার আলী শেখ, অতিরিক্তি পুলিশ কমিশনার (ক্রাইম উত্তর) মো. সাদেক দস্তগীর কাউছার, বন্দরবাজার পুলিশ ফাঁড়ির সাবেক ইনচার্জ এসআই কল্লোল গোস্বামী, মহানগর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আফতাব হোসেন খান, ৯নং ওয়ার্ডের কাউন্সিলর মখলিছুর রহমান কামরান, মুহিবুর রহমান উরফে বম কামাল, ফরহাদ বক্স, সুভ্রত পুরকায়স্ত, আব্দুল হাই মামুন, আশফাকুল ইসলাম সাব্বির, পান্না দাস, পলাশ দাস, মো. নুরুল ইসলাম খাঁন, দক্ষিণ কাজল শাহবাজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাহিদ আহমদ বাবলু, শরিফ মিয়া, মুজিবুর রহমান মুজিব, জেলা ছাত্রলীগ নেতা মৃনাল কান্দি দাস, মো. ছায়েদ আলী, মো. আমীর আলী, তারেক, আব্দুল হাই মামুন, শেখ সুয়েব আহমদ মজনু, শেখ হেলাল আহমদ, আছমত আলী আমীর, আশফাকুল ইসলাম ছাব্বির, আল মাহমুদ মলয়, বাবু আহমদ, বিমান দেব নাথ, যুবলীগ নেতা রাহিন আহমদ, নাহিদ চৌধুরী, সম্ভু শাহ, ১নং জালালাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মানিক মিয়া, হারুন মিয়া, মনি লাল ভৌমিক, রাসেল আহমদ, বিষ্ণু দেব নাথ, সেলিম আহমদ জুবেল, ছালেদ আহমদ ডালিম, ফলিক আহমদ, হারুন আহমদ, জুবায়ের আহমদ জুবা, রুহুল আমিন রনি, চমক লাল দেব, জাবেদুর রহমান ডেনেস, হাবিবুর রহমান নিজু, মাসার আহমদ শাহ, মাহবুবুল ইসলাম চৌধুরী মিছলু, রয়েল আহমদ, জয়নাল আবেদীন, ফখরুল ইসলাম, দিদারুল আলম, ফরিদ উদ্দিন, মো. শাকিল চৌধুরী জুবেল, কুরুয়া ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক বুরহান উদ্দিন রাজন, জালাল আহমদ, ফরহাদ বক্স, সুব্রত পুরকায়স্ত, পান্না দাস, পলাশ দাস, মো. নুরুল ইসলাম, টিপু সুলতান, আব্দুল মুমিন, সিপার আহমদ, দেবাসিশ দেবু, সাইফুর রহমান, হোসেন মিয়া, কামাল হোসেন, ইকবাল হোসেন, আকবর হোসেন (মেম্বার), দেলোয়ার হোসেন, আব্দুল আলী, সাইদ আহমদ, রোমন আহমদ, ছারোয়ান আহমদ, হোসাইন আহমদ, শহিদুল আলম, বেলাল মিয়া, আব্দুল বাছিত, জুনেদ আহমদ, ফারহান সাদিক, মেহরাব হোসেন জুনেল, পারভেজ আহমদ, নাহিদ সুলতান পাশা, সুয়েব মিয়া, মো. সেকুল ইসলাম, আমিনুল ইসলাম জয়নাল, গবিন্দ দাস, রিফাত ইসলাম, আকিবুল রহমান রাসেল, ফয়ছল আহমদ, আওয়াল মাছুম রিদয়, শেখ টিটু আহমদ, মাহফুজুর রহমান জাহাঙ্গীর, মাশার আহমদ শাহ, আশরাফুল হক এমাদ, আব্দুল আওয়াল কয়েছ, বিজন কুমার দেবনাথ, ডি.এম ফয়ছল, জাবের আহমদ।

[hupso]