- জয় বাংলা শ্লাোগানে মিছিল করার অপরাধে ছাত্রলীগের দুই নেতা আটক
- কানাইঘাটে ছাত্রদল নেতা খুন
- ড.ইউনুস গংদের পদত্যাগের দাবীতে লন্ডন যুবলীগের সমাবেশ
- জকিগঞ্জে মালামালসহ আগ্নেয়াস্ত্র জব্দ
- আলজেরিয়া বাংলাদেশে বানিজ্য সম্পর্ক বাড়াতে চায়
- সিকৃবিতে বাঁধনের এক যুগ পুর্তি অনুষ্ঠিত
- সিলেট এমএ বিমান বন্দরকে পুর্নাঙ্গ আন্তর্জাতিক বিমান বন্দরের দাবীতে সভা অনুষ্টিত ।
- মারা গেছেন মুনতাহার খুনি মার্জিয়ার নানী
- সিলেট এয়ারপোর্ট সড়কে ট্রাক-চাপায় একজন নিহত
- সিলেটে ‘মৃ্ত ব্যক্তি থানায় হাজির, স্ত্রী লাপাত্তা
» সিলেট এমএ বিমান বন্দরকে পুর্নাঙ্গ আন্তর্জাতিক বিমান বন্দরের দাবীতে সভা অনুষ্টিত ।
প্রকাশিত: ১৪. নভেম্বর. ২০২৪ | বৃহস্পতিবার
গত ১০ নভেম্বর গ্লোবাল জালালাবাদ এসোসিয়েশন কেন্দ্রীয় কমিটির উদ্যোগে সিলেটের ন্যায়সঙ্গত দাবী বাস্তবায়নের লক্ষ্যে এক আলোচনা সভা অনুষ্টিত হয় ।সভায় সভাপতিত্ব করেন কেন্দ্রীয় সভাপতি মুহিবুর রহমান মুহিব সঞ্চালনা করেন কেন্দ্রীয় সাধারন সম্পাদক ময়নুল চৌধুরী হেলাল আলোচনা সভায় অতিথি হিসাবে যোগদান করেন আমেরিকা থেকে ডিস্কেল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডাঃ জিয়াউদ্দিন আহমদ বাংলাদেশ ইউনিটের সভাপতি বাংলাদেশ সরকারের সাবেক সচিব এ এম বদরুদ্দোজা। বিশ্বের প্রায় ২০ টি দেশ থেকে গ্লোবাল জালালাবাদ এসোসিয়েশন নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন । কেন্দ্রীয় ধর্ম সম্পাদক মাওলানা আব্দুস কুদ্দুসের কোরআন তেলাওয়াতের মাধ্যমে সভায় বক্তব্য রাখেন। ইংল্যান্ড থেকে বক্তব্য রাখেন কেন্দ্রীয় সহ সভাপতি শেখ ফারুক আহমদ .সৈয়দ হাসান আহমদ.মেহাম্মদ মহসিন চীফ ট্রেজারার রফিকুল হায়দার,যুগ্ন সম্পাদক আবুল হেসেন যু্গ্ন সম্পাদক আব্দুল ওদুদ দিপক ,যুগ্ন সম্পাদক শামীম আহমদ কেন্দ্রীয় দপ্তর সম্পাদক মোস্তাক আহমদ ইংল্যান্ড থেকে বারাকা গ্রুপের চেয়ারমযান আব্দুল হালিম সাবেক মেয়র কাউন্সিলার শেরওয়ান চৌধুরী জকিগঞ্জ এসোসিয়েশন ইউ কে এর সভাপতি ইকবাল চৌধুরী ও ব্যারিষ্টার বদরুল হক আমেরিকা থেকে যোগদান করেন কেন্দ্রীয় সহসভাপতি হাসান আলী মিশিগান থেকে যোগদান করেন সফিক রেহমান,স্পেন থেকে বক্তব্য রাখেন সভাপতি আমিন আলী রফিক উপদেষ্টা শিবলু মিয়াজী ও কোষাধ্যক্ষ জয়দীপ রায় ফ্রান্স থেকে বক্তব্য রাখেন ফ্রান্স শাখার সভাপতি ফয়ছল উদ্দিন মালয়েশিয়া থেকে বক্তব্য রাখেন জাকারিয়া হোসেন আর্জেন্টিনা থেকে বক্তব্য রাখেন। মিতা সিলেটের সংগীত পরিবেশন করেন বাংলাদেশ কমিটির আলী ইদ্রিস সহ আরো অনেক অতিথি ।বক্তারা অভিলম্বে সিলেট বিমান বন্দর থেকে আন্তর্জাতিক বিভিন্ন রুটে ফ্লাইট চালু করার এবং বিমান বন্দরকে পুর্নাঙ্গ রূপে চালু করার আহ্বান জানান ।সাথে সাথে সিলেট ঢাকা ৬ লেইন রাস্তা বাস্তবায়ন ও আখাউড়া সিলেট ডাবল রেল লাইন দ্রূত বাস্তবায়নের আহ্ববান জানান ।গ্লোবাল জালালাবাদ এসোসিয়েশনের সভায় বিশ্বের বিভিন্ন দেশ থেকে যাহারা যোগদান করেছেন সবাইকে ধন্যবাদ জানান
দাবী সমুহ :সিলেট ওসমানী বিমান বন্দরকে পুর্নাঙ্গ আন্তর্জাতিক বিমান বন্দর অবিলম্বে বাস্তবায়ন ।
সিলেট-ঢাকা ৬ লেইন রোড অবিলম্বে বাস্তবয়ন ।
সিলেট-টু আখাউড়া ডাবল রেল লাইন দ্রুত বাস্তবায়ন
করার দাবী নিয়ে সবাইকে যোগদান করায় সভাপতি মুহিবুর রহমান মুহিব সবাইকে ধন্যবাদ জানিঁয়ে সভার সমাপ্তি ঘোষণা করেন ।