» বিজয় দিবসে নুপুর বেতার শ্রোতা ক্লাবের পুষ্পার্ঘ্য অর্পন

প্রকাশিত: ১৬. ডিসেম্বর. ২০২৪ | সোমবার

মহান বিজয় দিবস উপলক্ষে নুপুর বেতার শ্রোতা ক্লাবের পক্ষ থেকে পুষ্পার্ঘ্য অর্পন করা হয়। ১৬ ডিসেম্বর ভোরে ক্লাবের প্রধান উপদেষ্টা বিশিষ্ট সাংবাদিক ও সামাজিক ব্যক্তিত্ব ডা. আ ম ন জামান চৌধুরীর নেতৃত্বে মহান মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি গভীর শ্রদ্ধার সঙ্গে পুষ্পাঞ্জলী অর্পন করেন। এসময় সংক্ষিপ্ত সমাবেশে ক্লাবের প্রধান উপদেষ্টা জামান চৌধুরী বলেন, মুক্তিযুদ্ধ বাঙালীর সবচে বড় অর্জন। যাদের আত্মত্যাগে এদেশ পেলাম জাতি চিরকাল তাঁদের শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। ৩০ লক্ষ শহীদ আর ২ লক্ষ মা বোনের সম্ভ্রের বিনিময়ে পাওয়া এই দেশ এই পতাকার মর্যাদা সমুন্নত রাখতে আমরা দৃঢ় প্রতিজ্ঞ। তিনি বলেন ৫৩ তম বিজয় দিবসে এই শহীদ মিনারে দাঁড়িয়ে নতুন করে শপথ নিতে চাই ৩০ লক্ষ শহীদের রক্তের ঋণ আমরা ভুলবনা ভুলবনা ভুলবনা। ৭১ আমাদের আত্মপরিচয়, আমাদের অস্তিত্ব। মহান স্বাধীনতা বিশ্বে আমাদের শীর উঁচু করেছে একটি মর্যাদাবান জাতি হিসেবে আমাদের আত্মপরিচয় দিয়েছে।
যারা ৭১’কে অস্বীকার করে তারা বাঙালী নয় বাংলাদেশী নয় । ইতিহাস বিকৃতির দায়ে ইতিহাস কাউকে ক্ষমা করেনা, কারণ ইতিহাস কাউকে কখনো করেনা কুর্নিশ।
এসময় সংগঠনের সভাপতি সঙ্গীত শিক্ষক শিল্পী তুহিন আহমদ, মাছুম আহমদ সঙ্গীত শিল্পী রত্মা দেওয়ান
গুলজার আহমদ এমডি হোসাইন আসমান কাসেম মিয়া, মাওলানা আজহার উদ্দিনসহ ক্লাবের সকল সদস্য উপস্থিত ছিলেন

[hupso]