- সিলেটের বিশ্বনাথে ৬’বছরের শিশু ধর্ষণকারী আটক
- কিসের ইফতার কিসের কি একে অপরকে ঘায়েল করতে উন্মাদ দু’গ্রামবাসী
- চিকিৎসা সেবা ব্যাহত: কমপ্লিট শাট ডাউনে ইন্টার্নরা
- ওরা ধর্ষক
- শাহ আরেফিন টিলায় কবরস্থান থেকে পাথর উত্তোলন করা নিয়ে ব্যাপক সংঘর্ষ
- ঢাকার বিকল্প রাজধানী হতে পারে যে শহর? এআই বলছে সিলেট
- রড- সিমেন্টের দাম কমলেও স্থানীয় ব্যবসায়ীরা বিক্রি করছেন চড়া দামেই
- ওয়াইফাই সিটির নামে ওয়াইফাই সংযোগ হরিলুট প্রজেক্ট গুলোর একটি
- অপারেশন ডেভিল হান্টে সিলেটে আ.লীগ ও অঙ্গ সংগঠনের আরও ৭ নেতা আটক
- নামের আগে লেখেন শাহ, পিছনে লেখেন চৌধুরী আর এখন তিনি দুধওয়ালা
» সিলেট-১ সংসদীয় আসনে প্রার্থী নিশ্চিত করলো বিএনপি
প্রকাশিত: ১৭. ডিসেম্বর. ২০২৪ | মঙ্গলবার

মর্যাদার আসন হিসেবে পরিচিত সিলেট-১ (নগর ও সদর) আসনে যে দল বিজয়ী হয় সেই দলই সরকার গঠন করে বলে বিশ্বাস অনেকের। অর্থাৎ সিলেট-১ আসনটি যার সরকারও তার! তাই গুরুত্বপূর্ণ এই আসনে প্রার্থী বাইয়েও সব দল সর্তক থাকে।
রাজনৈতিক দলের কাছে গুরুত্বপূর্ণ এই আসনে আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির প্রার্থী হচ্ছেন দলটির চেয়ারপারসনের উপদেষ্টা খন্দকার আবদুল মুক্তাদির। তিনি ২০১৮ সালে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে এই আসনে বিএনপি মনোনীত প্রার্থী ছিলেন।
বিষয়টি নেতাকর্মীদের প্রকাশ্যেই জানিয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান এডভোকেট আহমদ আযম খান। তিনি সোমবার (১৬ ডিসেম্বর) সিলেট রেজিস্ট্রারী মাঠে বিজয় শোভাযাত্রা পূর্ব সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে খন্দকার মুক্তাদির সিলেট-১ আসনের প্রার্থী জানিয়ে বক্তব্য রাখেন।
সমাবেশে আযম খান বলেন, ‘এই সদর আসনে (সিলেট-১) প্রার্থী খন্দকার মুক্তাদির। তার জন্য এক সঙ্গে সবাইকে কাজ করতে হবে। ইলিয়াস আলীর রক্ত আমরা বৃথা যেত দেব না। তার রক্তে শপথ নিয়ে আমরা সিলেটের প্রত্যাকটি আসনে বিজয় নিশ্চিত করবার জন্যে কাজ করবো।’
আযম খানের বক্তব্যপ্রদানকালে বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির, সাবেক সিসিক মেয়র আরিফুল হক চৌধুরী, সহ সাংগঠনিক সম্পাদক মিফতাহ্ সিদ্দিকী, সিলেট জেলা সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী, মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি কয়েস লোদী, জেলা সাধারণ সম্পাদক এডভোকেট এমরান আহমদ চৌধুরী, মহানগরের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নজিবুর রহমান নজিবসহ দলের বিভিন্নস্থরের নেতৃবৃন্দ।
এদিকে বিভিন্ন সূত্রে জানা গেছে, আগামী নির্বাচনে জোটবদ্ধ হয়ে নয়- এককভাবে লড়াই করতে চায় জামায়াত। এ লক্ষ্যে তারা সিলেটসহ সারা দেশে ৩০০ আসনে প্রার্থী বাছাই করছে। এক্ষেত্রে সিলেট-১ আসন থেকে প্রার্থী হওয়ার জোড় সম্ভাবনা রয়েছে জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমানের।
[hupso]