- সিলেট জেলা প্রশাসককে আদালতের শোকজ
- দুর্নীতির দায়ে বরখাস্ত করা হলো মামুনকে
- ওসমানীতে ডাক্তারের বেপরোয়া আচরণ
- দৈনিক ৫ কোটি লিটার পানি শোধনাগার প্ল্যান্ট নির্মাণ করবে সিলেট সিটি করপোরেশন
- আন্দোলনের পেছনে সুরসুরি আছে, মানবে না সেনাবাহিনী: মেজর মেজবাহ
- বহু বাংলাদেশী ছাত্রের ভিসা বাতিল করে দিয়েছে যুক্তরাষ্ট্র
- ছাতকের ইকোনমিক জোন বাতিল করলো সরকার
- অবশেষে সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়
- সিলেটে এখন থেকে অনলাইনে জিডি করতে পারবেন যে কেউ
- জুতা চোরদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে
» ওরা ধর্ষক
প্রকাশিত: ১১. মার্চ. ২০২৫ | মঙ্গলবার

সিলেটে দিনদুপুরে এক নারীকে রাবার বাগানের টিলায় নিয়ে ধর্ষণের অভিযোগ উঠেছে। ধর্ষণের ফলে অসুস্থ হয়ে যাওয়া ওই নারীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মঙ্গলবার দুপুরে এয়ারপোর্ট থানার ৩ নং খাদিম নগর ইউপি, ৯ নং ওয়ার্ড এলাকাধীন ছড়ারগাংস্থ রাবার বাগানে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় পুলিশ ২ জনকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতরা হলো, শাহপরান থানার দলুইপাড়া গ্রামের আনোয়ার হোসেনের ছেলে মোহাম্মদ রাকিব মিয়া এবং একই থানার উত্তর মোকামের গোল পীরেরবাজার এলাকার হাসেম মিয়ার ছেলে আব্দুর রহিম।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ওই নারী মানসিক ভারসাম্যহীন। দুপুরে তাকে ছড়ারগাং এলাকার রাবার বাগানে নিয়ে ধর্ষণ করে। এসময় বাগানে কাজ করতে আসা শ্রমিকরা ভিকটিমকে দেখতে পান। পরে স্থানীয় লোকজন ওই নারীকে উদ্ধার করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়।
এ ব্যাপারে সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) এডিসি (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে ওই দুইজন ধর্ষণের সাথে জড়িত থাকার কথা শিকার করেছে। এ ব্যাপারে আইনী প্রক্রিয়া চলছে।
এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ আনিসুর রহমান বলেন, পুলিশ বিষয়টি নিয়ে তদন্তে নেমেছে। আশপাশ এলাকার সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে।
[hupso]