» জকিগঞ্জ এক হাজার পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

প্রকাশিত: ২৬. মার্চ. ২০২৫ | বুধবার

সিলেট জেলার অপরাধ দমন, অবৈধ মাদক উদ্ধার, আসামী গ্রেফতার ও জেলার সার্বিক আইন শৃঙ্খলা রক্ষায় জেলা পুলিশ, সিলেট নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তাছাড়া চোরাচালান রোধ, মাদক চোরাচালানের সহিত জড়িত অপরাধীদের চিহিৃত করণ এবং গ্রেফতারে জেলা পুলিশ, সিলেট গুরুত্বের সাথে কাজ করে যাচ্ছে।

এরই ধারাবাহিকতায় ২৬ মার্চ ভোর ০৫.৩০ সময় জকিগঞ্জ থানা পুলিশের একটি আভিযানিক দল জকিগঞ্জ আটগ্রাম-সিলেট সড়কের কাজলসার ইউনিয়নের আটগ্রাম ( মাদার নগর) মসজিদের সামনে চেকপোস্ট পরিচালনা করে কালীগঞ্জ হতে সিলেট অভিমুখে আসা একটি প্রাইভেটকার চেকপোস্ট অতিক্রম কালে থামানোর সংকেত দিলে প্রাইভেট কারের চালক গাড়ী থামিয়ে পালানোর চেষ্টা করে।

পুলিশ গাড়ী চালক সোহেল আহমদ (৩০) আটক করে। জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে তার চালিত প্রাইভেট কারের বডির নিচের অংশে সুকৌশলে লুকানো পলিপারযুক্ত প্যাকেটে ১০০০ ( এক হাজার) পিস ইয়াবা বের করে দেয়।

পরবর্তীতে মাদক ব্যবসায়ী মোঃ সোহেল আহমদকে গ্রেফতার দেখিয়ে ১০০০ পিস ইয়াবা ও প্রাইভেটকার ঢাকা মেট্রো -গ- ১৭-১০৪৪ জব্দ করা হয়।

গ্রেফতার কৃত আসামীর বিরুদ্ধে পরবর্তী আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন।

[hupso]