- প্রাণে বাঁচতে আত্মহত্যা করলেন কানাইঘাটের যুবক
- কোম্পানীগঞ্জের ভয়ানক চাঁদাবাজকে দল থেকে বহিষ্কার করলো বিএনপি
- এমসি কলেজ ছাত্রদলের সভাপতি সামি, সেক্রেটারি জুনেদ
- গোয়াইনঘাটে নিখোঁজ বিজিবির লাশ উদ্ধার
- বিয়ানীবাজারে আড়াই কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ করা হয়েছে।
- আবুল হত্যা মামলার দুই আসামী র্যাবের জালে আটক
- সুমেল হত্যায় ৮ জনের মৃত্যুদন্ড, ৭ জনের যাবত জীবন
- ডিএনএম আইসি পরীক্ষায় জানা যাবে আপনি কতদিন বেঁচে থাকবেন।
- দেশ এখন আন্তর্জাতিক দুর্বৃত্তদের কবলে : জেড আই খান পান্না
- আরামবাগ উন্নয়ন ও শান্তিশৃঙ্খলা রক্ষা কমিটি গঠন
» পঞ্চগ্রাম ছাত্র ও সমাজ কল্যাণ পরিষদের নতুন কমিটি গঠন
প্রকাশিত: ০৯. জুন. ২০২৫ | সোমবার

পঞ্চগ্রাম,শান্তিগঞ্জ,সুনামগঞ্জ এলাকার স্বেচ্ছাসেবী ও অরাজনৈতিক সামাজিক সংগঠন “পঞ্চগ্রাম ছাত্র ও সমাজ কল্যাণ পরিষদ“-এর এক বছরের মেয়াদী (২০২৫-২০২৬) সালের নতুন কার্য নির্বাহী , কার্যকরি, ও উপদেষ্ঠা কমিটি গঠন করা হয়েছে। সম্প্রতি অস্থায়ী কার্যালয় পঞ্চগ্রাম উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত সংগঠনের এক সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে এ কমিটি গঠন করা হয়।
সভায় সভাপতিত্ব করেন সংগঠনের প্রতিষ্টাতা সভাপতি মোঃ আব্দুল জলিল এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সভাপতি মোর্শেদ আলম মিজান,আব্দুল মুত্তলিব,আমির হুসেন,সাজিদ মিয়া,তামিম হুসেন,ময়নুল ইসলাম এছাড়াও সংগঠনের সাবেক ও বর্তমান সদস্যবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি এবং তরুণ সমাজের প্রতিনিধি।
নবনির্বাচিত নির্বাহী কমিটিতে নেওয়াজ আহমদ সভাপতি ও মোঃ ফখরুল আমিন সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন। কমিটির অন্যান্যরা হলেনঃ
কার্যকরী পরিষদের সদস্যবৃন্দ হলেনঃ
উপদেষ্ঠা পরিষদের সদস্যবৃন্দ হলেনঃ
নতুন কমিটির মেয়াদ এক বছর।নতুন কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক তাঁদের বক্তব্যে সংগঠনের উদ্দেশ্য ও লক্ষ্য বাস্তবায়নে সক্রিয়ভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
সংগঠনের লক্ষ্য ও উদ্দেশ্য:
১. এলাকার শুভবুদ্ধিসম্পন্ন, বিশেষত শিক্ষিত তরুণ সমাজকে সংগঠিত করা।
২. সৃষ্টিশীল, সামাজিক ও দায়িত্বশীল নাগরিক গড়ে তোলার লক্ষ্যে স্কুল-কলেজে কর্মশালা আয়োজন; যেমন— বিতর্ক, কুইজ, খেলাধুলা, সাংস্কৃতিক অনুষ্ঠান, তথ্যসেবা এবং সচেতনতামূলক কার্যক্রম।
৩. যেকোনো দুর্যোগে পঞ্চগ্রামবাসীর পাশে দাঁড়ানো।
৪. শিক্ষার মান উন্নয়ন ও প্রসারে কার্যকর পদক্ষেপ গ্রহণ।
৫. স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধিতে কাজ করা।
৬. অসামাজিক কার্যকলাপের বিরুদ্ধে দৃঢ় অবস্থান গ্রহণ।
৭. মাদকমুক্ত এলাকা গঠনে প্রশাসনকে সহযোগিতা করা।
৮. বিজ্ঞান ও প্রযুক্তিনির্ভর জ্ঞান অর্জনে শিক্ষার্থীদের উৎসাহিত করা।
৯. মেধাবী ছাত্র-ছাত্রীদের জন্য মেধা-বৃত্তি চালু করা।
১০. দুর্যোগকালীন সময়ে ক্ষতিগ্রস্তদের সহায়তা করা।
১১. সামাজিক ভ্রাতৃত্ববোধ রক্ষায় অবদান রাখা।
১২. প্রত্যেক সদস্যকে একজন ভদ্র, দায়িত্বশীল ও সমাজোপযোগী মানুষ হিসেবে গড়ে তোলা।
উল্লেখ্য, সংগঠনটি ২০১৩ সাল থেকে শুরু করে এলাকার শিক্ষার মান উন্নয়ন ও সামাজিক কার্যক্রম যেমন- বিভিন্ন দূর্যোগে ত্রাণ সামগ্রীসহ বিভিন্ন সহায়তা, দরিদ্র শিক্ষার্থীদের পাশে থাকা এবং সমাজের মাদকসহ বিভিন্ন অসামাজিক কার্যক্রমের বিরুদ্ধে গণসচেতনতা মূলক কার্যক্রম সুনামের সহিত পরিচালনা করে আসছে।
নবগঠিত কমিটির নেতৃবৃন্দ পঞ্চগ্রামকে একটি আদর্শ ও সচেতন সমাজে পরিণত করার লক্ষ্যে সকলের সহযোগিতা কামনা করেছেন।
[hupso]