» অপরাধ প্রবণ এলাকা শাহপরাণও কতোয়ালী

প্রকাশিত: ৩১. অক্টোবর. ২০২৫ | শুক্রবার

সিলেট মহানগর পুলিশের (এসএমপি) কশিনার মো. আব্দুল কুদ্দুছ পিপিএম বলেছেন, কেউ অনেক টাকা এক স্থান থেকে অন্য স্থানে নিয়ে যেতে বিনা খরচে পুলিশ এই সেবা প্রদান করবে।

 

শুক্রবার উপশহর বি ব্লকে বাইতুল মামুর জামে মসজিদে জুম’আর খুতবার আগে নিজের বক্তব্যে পুলিশীসেবা সম্পর্কে জানাতে গিয়ে তিনি একথা বলেন।

 

এসময় তিনি সম্প্রতি চালু হওয়া জিনিয়া অ্যাপ সম্পর্কেও বিস্তারিত তথ্য তুলে ধরেন।

 

তিনি বলেন, এখন যে কোনো ধরনের সহায়তা পেতে থানায় গিয়ে জিডি বা মামলা করার প্রয়োজন নেই। সবার সুবিধার্তে জিনিয়া অ্যাপের সেবাকে হাতের নাগালে নিয়ে আসা হয়েছে। এই অ্যাপের মাধ্যমে এক ক্লিকেই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে যাবে। অ্যাপটি মোগলাবাজার থানায় চালু করা হয়েছে। ব্যাপক সাড়া পড়েছে সাধারণ মানুষের মধ্যে। নভেম্বরের মাঝামাঝি শাহপরাণ (রহ.) ও দক্ষিণ সুরমা থানায় এর কার্যক্রম সম্প্রসারণ করা হবে। এছাড়া আগামী মাসে ‘আইনি সেবা’ নামে অ্যাপটির একটি নতুন বিভাগও চালুর কাজ চলছে।

 

তিনি বলেন, আমার লক্ষ্য সিলেটকে একটি সুন্দর ও নিরাপদ নগরীতে পরিণত করা। এই লক্ষ্যে পৌঁছাতে সবার সহযোগিতা প্রয়োজন।

 

তিনি আরও বলেন, সিলেট মেট্রোপলিটন এলাকায় ৯০০টির বেশী মসজিদ রয়েছে। কিন্তু ইমাম ও মুয়াজ্জিনদের বেতন-ভাতা বা মাত্র ৩ থেকে ৫ হাজার টাকা। তারা সমাজে ধর্মের আলো ছড়িয়ে দেন। তাঁদের বঞ্চিত রেখে সমাজে শৃঙ্খলা প্রতিষ্ঠা সম্ভব নয়।

 

তিনি মসজিদ কমিটিগুলোর প্রতি আহ্বান জানান, ইমাম ও মুয়াজ্জিনদের ইনসাফের ভিত্তিতে সম্মানী নির্ধারণ ও প্রদান করুন।

সিলেট মেট্রোপলিটন এলাকার কতোয়ালী, শাহপরাণ রঃ ও দক্ষিণ সুরমা এলাকায় অপরাধ প্রবণতার হার বেশি, পুলিশের জিয়া এ্যাপস চালু করছে মোগলাবাজারে।

 

[hupso]