» বিজয়ী হলে উন্নয়ন ও শান্তির জনপদে রুপান্তরিত করব: তাহসিনা রুশদীর

প্রকাশিত: ০৯. ডিসেম্বর. ২০২৫ | মঙ্গলবার

  • বিএনপি চেয়ারপার্সনের সম্মানিত উপদেষ্টা,সিলেট ২ বিশ্বনাথ -ওসমানীর নগর আসনের সংসদ সদস্য পদপ্রার্থী তাহসীনা রুশদীর বলেছেন, এ অঞ্চলে ধানের শীষকে বিজয়ী করে আগামীর রাষ্ট্রনায়ক তারেক রহমানকে উপহার দিলে আমরা এ অঞ্চলকে একটি উন্নয়ন,শান্তিময় নিরাপদ জনপদে রূপান্তরিত করব, তিনি সকল মহলকে আগামী নির্বাচনে ধানের শীষের পক্ষে ভোট দেওয়ার আহবান জানান। ৯ ডিসেম্বর ওসমানীনগর উপজেলার সাদিপুর ইউনিয়নের চাতলপার বাজার,নুরপুর বাজার,বাংলা বাজার,কালনীর চর বাজার এবং দক্ষিণ তাজপুর ও,সাদিপুরে ধানের শীষের গণসংযোগ করেন।পুরুষ ও মহিলাদের সাথে মতবিনিময় করেন। এসময় তিনি কালনীর চর বাজারে নদী ভাংগন এলাকা ও পরিদর্শন করেন। এ সময় উপস্থিত ছিলেন উসমানী নগর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব মইনুল হক চৌধুরী ও বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী।
[hupso]