- সিলেটে পুলিশের ৩ পদে অদল-বদল
- জয় বাংলা শ্লাোগানে মিছিল করার অপরাধে ছাত্রলীগের দুই নেতা আটক
- কানাইঘাটে ছাত্রদল নেতা খুন
- ড.ইউনুস গংদের পদত্যাগের দাবীতে লন্ডন যুবলীগের সমাবেশ
- জকিগঞ্জে মালামালসহ আগ্নেয়াস্ত্র জব্দ
- আলজেরিয়া বাংলাদেশে বানিজ্য সম্পর্ক বাড়াতে চায়
- সিকৃবিতে বাঁধনের এক যুগ পুর্তি অনুষ্ঠিত
- সিলেট এমএ বিমান বন্দরকে পুর্নাঙ্গ আন্তর্জাতিক বিমান বন্দরের দাবীতে সভা অনুষ্টিত ।
- মারা গেছেন মুনতাহার খুনি মার্জিয়ার নানী
- সিলেট এয়ারপোর্ট সড়কে ট্রাক-চাপায় একজন নিহত
» সিলেট সুবিদবাজারে ডাচ বাংলা ব্যাংকের বুথ থেকে টাকা চুরি
প্রকাশিত: ০৩. নভেম্বর. ২০২৩ | শুক্রবার
সিলেটে ডাচ বাংলা ব্যাংকের একটি বুথ থেকে ২৬ লাখ ৩২ হাজার টাকা চুরির অভিযোগ ওঠেছে। এ অভিযোগে শুক্রবার নগরের বিমানবন্দর থানায় মামলা দায়ের করা হয়েছে।
বুথে টাকা সরবরাহকারী প্রতিষ্ঠান সিকিউরেক্স প্রাইভেট কোম্পানি লিমিটেডের পক্ষ প্রতিষ্ঠানটির সিলেট জোনের এটিএম অফিসার সন্দীপন দাস এ মামলাটি দায়ের করেন। মামলায় সিকিউরেক্স কোম্পানির দুই কর্মকর্তাকে আসামি করা হয়েছে।
মামলায় অভিযোগ করা হয়, গত ২৭ অক্টোবর ডাচ বাংলা বাংকের নগরের সুবিদবাজারের এটিএম বুথে ২৭ লাখ ৭৫ হাজার টাকা জমা করা হয়। কিন্তু ক্যাশজ্যাম জনিত সমস্যার কারণে তখন টাকা জমা হয়নি। এরপর ৩০ অক্টোবর বুথে গিয়ে ২৬ লাখ ৩২ হাজার টাকার গড়মিল পাওয়া যায়। পরে সিসি ক্যামেরার ফুটেজে দেখা যায়, ২৮ অক্টোবর রাত ১১টা ৫৫ থেকে ১২টা ১৫ মিনিটের মধ্যে মাথায় কালো ক্যাপ, মুখে মাস্ক ও চোখে পরে ২-৩ জন ব্যক্তি ব্যাংকের বুথের ভোল্ট খুলে টাকা চুরি করে নিয়ে যায়।
এজাহারে সন্দীপন দাস উল্লেখ করেন, অজ্ঞাতনামা ২/৩ জন বিবাদীর মধ্যে কোম্পানীর এটিএম অফিসার আলবাব হোসেন ও আমিনুল হক ঘটনার সাথে জড়িত থাকতে পারেন বলে সন্দেহ তার।
মামলা দায়েরে দেরি হওয়া প্রসঙ্গে শুক্রবার দুপুুরে সিকিউরেক্স প্রাইভেট কোম্পানি লিমিটেডের সিলেট জোনের এটিএম অফিসার সন্দীপন দাস বলেন, ঢাকা অফিসের সাথে আলাপ আলোচনা করে মামলা করতে হয়েছে। এ কারণে কিছুটা দেরি হয়েছে।
অভিযুক্ত দুই কর্মকর্তা এখনো কর্মরত আছেন কী না জানতে চাইলে তিনি কোন মন্তব্য করতে রাজী হননি।
এদিকে, মামলা দায়েরের পরপরই শুক্রবার সুবিদবাজারে ওই এটিএম বুথ পরিদর্শন করে পুলিশ।পুলিশ
বলেছে, আমরা বিষয়টি তদন্ত করছি। সিকিউরেক্স কোম্পানির দুজন কর্মকর্তা টাকা চুরির সাথে জড়িত বলে সন্দেহ করা হচ্ছে। আমরা তাদের ধরতে অভিযান চালাচ্ছি। এছাড়া সিসিটিভি ফুটেজ দেখে বাকীদেরও শনাক্ত করার চেষ্টা করছি।
[hupso]