- বিজয়ী হলে উন্নয়ন ও শান্তির জনপদে রুপান্তরিত করব: তাহসিনা রুশদীর
- শাকসু নির্বাচন ডিসেম্বরে
- যেখানে সংস্কৃতির চর্চা শক্তিশালী, সেখানে সহিংসতা কম: পুলিশ কমিশনার
- ১৩ নভেম্বর আতঙ্কিত দেশের মানুষ।
- সিলেট ৪ আসনে বিএনপি প্রার্থী আরিফুল হক চৌধুরী
- সিলেটের ৪ টি আসনে বিএনপির প্রার্থী ঘোষণা
- সাবেক মেয়রের মশাল মিছিল
- সিলেটে জাগপায় যোগদান উপলক্ষে সংবর্ধনা
- সিলেটে আওয়ামীলীগ নেতা খুন
- অপরাধ প্রবণ এলাকা শাহপরাণও কতোয়ালী
» পাঠানটুলায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে যুবলীগের দুইগ্রুপে সংঘর্ষ
প্রকাশিত: ২৪. জানুয়ারি. ২০২৪ | বুধবার
সিলেট নগরীর পাঠানটুলায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে স্থানীয় যুবলীগের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ৭টি মোটরসাইকেল ভাংচুরসহ অন্তত ৫ জন আহত হয়েছেন।
বুধবার (২৪ জানুয়ারি) পাঠানটুলা এলাকার স্কলার্সহোম স্কুল অ্যান্ড কলেজের সামনে এ ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
আহতরা হলেন – বিদ্যুৎ, রশিদ, কয়েছ, রিপন ও আলী। তাদের এমএজি ওসমানী হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে।
স্থানীয়রা জানায়, পাঠানটুলা এলাকার আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে স্থানীয় যুবলীগ নেতাদের মধ্যে বিরোধ চলে আসছিল। এ বিরোধকে কেন্দ্র করে বুধবার রাত সাড়ে আটটার দিকে দুই পক্ষের অনুসারীরা সংঘর্ষ জড়িয়ে পড়ে। সংঘর্ষে অন্তত ৫ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করে। এসময় উভয়পক্ষের ৭টি মোটরসাইকেল ভাংচুর করা হয়।
সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।পুলিশ জানায়, লিখিত অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।
[hupso]