- সিলেট বিভাগে বিএনপি’র মনোনয়ন প্রত্যাশীদের ভাগ্যনির্ধারণ রবিবার
- ৩২ ঘন্টায় সিলেটে পুলিশের বিশেষ অভিযানে ৬৭ জন আটক ।
- সিলেট ন্যায্য দাবী থেকে বঞ্চিত: আরিফুল হক
- যাত্রীকে বেঁধে রাখা হলো বিমানে
- প্রবাসীর স্ত্রীর সংবাদ সম্মেলন : ঘর দখল করে তালা ভেঙ্গে লুটপাট করেছে দেবর সুবেল
- চট্রগ্রামে সাংবাদিকদের উপর হামলার প্রতিবাদে সিলেটে মানববন্ধন
- ট্রেন চলাচল স্বাভাবিক, দুর্ঘটনা কবলিত ট্রেন উদ্ধারে বিলম্ব
- জেলা প্রশাসক সারওয়ার আলম একটি পরিবেশবান্ধব নগরায়নে বদ্ধপরিকর
- বর্তমান সরকার দেশকে বিদেশের কাছে বন্ধক রেখে দিয়েছে
- যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালিককে দলের সতর্কতামুলক নোটিশ
» রাতে অটোরিকশায় সাবধান, ছিনতাই বেড়েছে
প্রকাশিত: ০৮. ফেব্রুয়ারি. ২০২৪ | বৃহস্পতিবার

সিলেট মহানগরের হুমায়ুন রশিদ চত্ত্বর থেকে মোগলাবাজার যাওয়ার উদ্দেশ্যে রাত তিনটার দিকে একটি সিএনজিচালিত অটোরিকশায় উঠেন সেহান আহমদ (১৯)। সিএনজিতে আগে থেকেই ড্রাইভার ও যাত্রীবেশে ছিনতাইকারী আবজল আলী রাজু (৩১) ও তারেকুর রহমান তানভির (২২) ওৎ পেতে ছিলেন। সিএনজিটি মোগলাবাজার থানাধীন পারাইচক এলাকার আসামাত্রই ধারালো অস্ত্রের মুখে সেহানের ফোন ও নগদ বিশ হাজার টাকা ছিনতাই করে পালিয়ে যায় তারা। এ সময় ছিনতাইকারীর ছুরিকাঘাতে আহত হন সেহান।
পরে রাত সাড়ে তিনটার দিকে সেহান আহমদ মোগলাবাজার থানা অভিযোগ করলে পুলিশ অভিযান চালিয়ে মোগলাবাজার থানাধীন কুচাই এলাকা থেকে দুই ছিনতাইকারীকে গ্রেফতার করে।
পুলিশ সূত্রে জানা যায়, মোগলাবাজার থানাধীন রাঘবপুর এলাকার বাসিন্দা মুছব্বির মিয়ার ছেলে সেহান আহমদ (১৯) বাসায় যাওয়ার উদ্দেশ্যে সিএনজিতে উঠে। সিএনজিটি মোগলাবাজার থানাধীন পারাইচক এলাকার আসা মাত্রই ড্রাইভার ও যাত্রীবেশে ছিনতাইকারী ধারালো অস্ত্রের মুখে সেহানের ফোন ও নগদ বিশ হাজার টাকা ছিনতাই করে। এ সময় ছিনতাইকারীর ছুরিকাঘাতে আহত হন সেহান। পরে রাতে মোগলাবাজার থানা অভিযোগ করা হলে পুলিশ অভিযান চালিয়ে দুই ছিনতাইকারীকে গ্রেফতার করে। এ সময় ছিনতাইয়ে ব্যবহৃত সিএনজি জব্দ করা হয়।
এ ঘটনায় সেহান আহমদ বাদী হয়ে আবজল আলী রাজু (৩১) ও তারেকুর রহমান তানভিরের (২২) বিরুদ্ধে মামলা দায়ের করেন। আসামিদের আজ আদালতে প্রেরণ করা হয়েছে।
[hupso]