- কিসের ইফতার কিসের কি একে অপরকে ঘায়েল করতে উন্মাদ দু’গ্রামবাসী
- চিকিৎসা সেবা ব্যাহত: কমপ্লিট শাট ডাউনে ইন্টার্নরা
- ওরা ধর্ষক
- শাহ আরেফিন টিলায় কবরস্থান থেকে পাথর উত্তোলন করা নিয়ে ব্যাপক সংঘর্ষ
- ঢাকার বিকল্প রাজধানী হতে পারে যে শহর? এআই বলছে সিলেট
- রড- সিমেন্টের দাম কমলেও স্থানীয় ব্যবসায়ীরা বিক্রি করছেন চড়া দামেই
- ওয়াইফাই সিটির নামে ওয়াইফাই সংযোগ হরিলুট প্রজেক্ট গুলোর একটি
- অপারেশন ডেভিল হান্টে সিলেটে আ.লীগ ও অঙ্গ সংগঠনের আরও ৭ নেতা আটক
- নামের আগে লেখেন শাহ, পিছনে লেখেন চৌধুরী আর এখন তিনি দুধওয়ালা
- ইনাম আহমদ চৌধুরী আর নেই
» রাতে অটোরিকশায় সাবধান, ছিনতাই বেড়েছে
প্রকাশিত: ০৮. ফেব্রুয়ারি. ২০২৪ | বৃহস্পতিবার

সিলেট মহানগরের হুমায়ুন রশিদ চত্ত্বর থেকে মোগলাবাজার যাওয়ার উদ্দেশ্যে রাত তিনটার দিকে একটি সিএনজিচালিত অটোরিকশায় উঠেন সেহান আহমদ (১৯)। সিএনজিতে আগে থেকেই ড্রাইভার ও যাত্রীবেশে ছিনতাইকারী আবজল আলী রাজু (৩১) ও তারেকুর রহমান তানভির (২২) ওৎ পেতে ছিলেন। সিএনজিটি মোগলাবাজার থানাধীন পারাইচক এলাকার আসামাত্রই ধারালো অস্ত্রের মুখে সেহানের ফোন ও নগদ বিশ হাজার টাকা ছিনতাই করে পালিয়ে যায় তারা। এ সময় ছিনতাইকারীর ছুরিকাঘাতে আহত হন সেহান।
পরে রাত সাড়ে তিনটার দিকে সেহান আহমদ মোগলাবাজার থানা অভিযোগ করলে পুলিশ অভিযান চালিয়ে মোগলাবাজার থানাধীন কুচাই এলাকা থেকে দুই ছিনতাইকারীকে গ্রেফতার করে।
পুলিশ সূত্রে জানা যায়, মোগলাবাজার থানাধীন রাঘবপুর এলাকার বাসিন্দা মুছব্বির মিয়ার ছেলে সেহান আহমদ (১৯) বাসায় যাওয়ার উদ্দেশ্যে সিএনজিতে উঠে। সিএনজিটি মোগলাবাজার থানাধীন পারাইচক এলাকার আসা মাত্রই ড্রাইভার ও যাত্রীবেশে ছিনতাইকারী ধারালো অস্ত্রের মুখে সেহানের ফোন ও নগদ বিশ হাজার টাকা ছিনতাই করে। এ সময় ছিনতাইকারীর ছুরিকাঘাতে আহত হন সেহান। পরে রাতে মোগলাবাজার থানা অভিযোগ করা হলে পুলিশ অভিযান চালিয়ে দুই ছিনতাইকারীকে গ্রেফতার করে। এ সময় ছিনতাইয়ে ব্যবহৃত সিএনজি জব্দ করা হয়।
এ ঘটনায় সেহান আহমদ বাদী হয়ে আবজল আলী রাজু (৩১) ও তারেকুর রহমান তানভিরের (২২) বিরুদ্ধে মামলা দায়ের করেন। আসামিদের আজ আদালতে প্রেরণ করা হয়েছে।
[hupso]