» সিলেটে ৩৫ টাকার চিনিসহ আটক-২

প্রকাশিত: ০৯. মার্চ. ২০২৪ | শনিবার

সিলেট মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) অভিযানে প্রায় ৩৫ লক্ষ টাকার ভারতীয় চিনিসহ ২ চোরাকারবারীকে গ্রেফতার করা হয়েছে।

শনিবার (৯ মার্চ) ভোররাতে নগরীর সুবিদবাজার এলাকায় অভিযান চালিয়ে ২টি ট্রাক আটক করে এবং ট্রাক ২টিতে থাকা ৫৯৫ বস্তা ভারতীয় চিনি জব্দ করা হয়। যার আনুমানিক মূল্য ৩৪ লক্ষ ৯৮ হাজার ৬০০ টাকা। এসময় ২ চোরাকারবারীকে গ্রেফতার করা হয়।

সিলেট মেট্রোপলিটন পুলিশের এডিসি (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

সিলেট মেট্রোপলিটন পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সিলেট মহানগর গোয়েন্দা পুলিশের একটি টিম শনিবার ভোররাত পৌনে ৫টার দিকে এসএমপি’র কোতোয়ালী থানাধীন সুবিদবাজার এলাকায় অভিযান চালায়। এসময় চাঁপাইনবাবগঞ্জ সদর থানার পিটিআই চরজোতপ্রতাপ এলাকার মোঃ মনিরুল ইসলামের পুত্র মোঃ নাসিরুল ইসলাম (২২) ও একই থানার কল্যানপুর বাগানপাড়া কল্যানপুর এলাকার মোঃ রফিকুল ইসলামের পুত্র মোঃ রনি (২৩) কে গ্রেফতার করে।

এসময় দুইজনের ট্রাকে থাকা মোট ৫৯৫ বস্তা ভারতীয় চিনি জব্দ করে গোয়েন্দা পুলিশ। যার আনুমানিক মূল্য ৩৪ লক্ষ ৯৮ হাজার ৬০০ টাকা।

ভারতীয় পণ্য পরিবহনের কাজে ব্যবহৃত ২টি ট্রাক গাড়ি (রেজি: নং-ঢাকা-মেট্রো-ট-১৬-৭২০৭ ও নং-ঢাকা-মেট্রো-ট-২৪-২৫০৬) জব্দ করা হয়েছে।

এডিসি (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, এবিষয়ে আসামীদের বিরুদ্ধে এসএমপি কোতোয়ালী মডেল থানায় মামলা রুজু  করা হয়েছে।

[hupso]