» ড.মোমেন শঙ্কামুক্ত সিএমএইচে ভালো আছেন

প্রকাশিত: ১২. জুন. ২০২৪ | বুধবার

নির্বাচনী এলাকা সিলেটে হঠাৎ অসুস্থ হয়ে পড়া সাবেক পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মঙ্গলবার (১১ জুন) সিলেটে কয়েকটি অনুষ্ঠানে অংশ নেয়ার পর তিনি হঠাৎ অজ্ঞান হয়ে পড়েন। দ্রুত তাকে সিলেট সিএমএইচে নেয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা দেয়ার পর তাকে এয়ার এম্বুলেন্সে ঢাকার সিএমএইচে আনা হয়। চিকিৎসকরা জানিয়েছেন, তার শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে।

সিলেট-১ আসনের সংসদ সদস্য ড. একে আব্দুল মোমেন মঙ্গলবার বিকালে নগরীতে একটি অনুষ্ঠানে অংশ নেন। সেখানেই তিনি অসুস্থ হয়ে পড়েন। এর আগে তিনি চামেলীবাগে টিলা ধসে একই পরিবারের তিন সদস্যের মৃত্যুর ঘটনাস্থল পরিদর্শন করেন। ওই ঘটনার খবর পেয়ে ঢাকা থেকে সিলেট ছুটে গিয়েছিলেন তিনি।

ড. একে আব্দুল মোমেনের ভাই সাবেক সচিব ড. একে আব্দুল মুবিন জানান, ড. মোমেন বর্তমানে ঢাকার সিএমএইচে চিকিৎসাধীন রয়েছেন। চিকিৎসকরা জানিয়েছেন তিনি শঙ্কামুক্ত রয়েছেন।

[hupso]