» ব্যারিস্টার সুমনকে হত্যা পরিকল্পনাকারী দলের একজন গ্রেফতার

প্রকাশিত: ০৯. জুলাই. ২০২৪ | মঙ্গলবার

হবিগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমনকে হত্যার পরিকল্পনা করা হয়েছিলো বলে অভিযোগ উঠেছিলো। সেই দলের একজনকে গ্রেফতার করেছে পুলিশ। তবে তার নাম এখনো জানা যায়নি।

মঙ্গলবার (৯ জুলাই) তাকে সিলেট থেকে গ্রেফতার করা হয়েছে।সিলেট

বিষয়টি নিশ্চিত করেছেন শেরেবাংলা থানার ওসি আব্দুল আহাদ। তিনি বলেন, আমরা তাকে গ্রেফতার করিনি। সিলেট পুলিশ গ্রেফতার করেছে। তবে বিষয়টি তদন্ত করছে ডিবি।

এর আগে, গত ২৯ জুন হত্যার পরিকল্পনার বিষয়টি জানতে পেরে রাজধানীর শেরেবাংলা নগর থানায় সাধারণ ডায়েরি করেন হবিগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন।

জিডিতে ব্যারিস্টার সুমন উল্লেখ করেন, ‘গত ২৭ জুন ঢাকায় অবস্থানকালে রাত আনুমানিক ২টার সময় আমার নির্বাচনী এলাকার চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তার সরকারী মোবাইল থেকে আমার হোয়াটসঅ্যাপে ফোন করে জানান যে, ‘আপনাকে হত্যার জন্য অজ্ঞাতনামা একটি শক্তিশালী মহল গত তিন দিন আগে ৪-৫ জনের একটি টিম নিয়ে মাঠে নেমেছে। আপনি রাতে বাইরে বের হবেন না এবং সাবধানে থাকবেন।’

জিডির একটি কপি ব্যারিস্টার সুমন নিজের ভেরিফায়েড ফেসবুকে পোস্ট করে লেখেন, ভয়টা মৃত্যুর নয়, ভয়টা আমার এলাকার মানুষের জন্য! কি হবে যদি বেঁচে না থাকি।

উল্লেখ্য, ব্যারিস্টার সুমন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে হবিগঞ্জ-৪ আসন থেকে বিপুল ভোটে বিজয়ী হন।

[hupso]