- সিলেট এন্টি করাপশন সোসাইটির পুর্ণাঙ্গ কমিটি গঠন
- কোয়ারী বন্ধের প্রতিবাদে কঠোর আন্দোলনের দিকে পাথর সংশ্লিষ্টরা
- পুলিশ সুপার বরাবরে অভিযোগ গনমাধ্যমে মিথ্যা সংবাদ পরিবেশন ও প্রবাসীর সম্পদ লুটপাট
- পঞ্চগ্রামে ফ্রি রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পিং-২০২৫ সম্পন্ন
- আত্মজা খুনি
- মেজরটিলায় মেয়ে ও পিতার গলা কাটা রহস্য উদঘাটনে পুলিশ তৎপর
- জকিগঞ্জে প্রবাসীর স্ত্রীর গলাকাটা লাশ উদ্ধার হত্যা না আত্মহত্যা?
- প্রায় এক লক্ষ শিক্ষক নিয়োগ দিবে NTRCA, গণবিজ্ঞপ্তি আজ, আবেদনের সুযোগ পাচ্ছেন না ৩৫ ঊর্ধ্বরা।
- টাঙ্গুয়ার হাওরে হাউসবোট ব্যবসায় ঠকছেন ভ্রমণকারীরা: প্রশাসনের সতর্কতা
- পঞ্চগ্রাম ছাত্র ও সমাজ কল্যাণ পরিষদের নতুন কমিটি গঠন
» সিলেট সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা রেজাই রাফিন সরকার
প্রকাশিত: ২৭. অক্টোবর. ২০২৪ | রবিবার

সিলেট সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তার দায়িত্বভার গ্রহণ করেছেন যুগ্ম-সচিব পদ মর্যাদার মোহাম্মদ রেজাই রাফিন সরকার।
রবিবার সিলেট সিটি করপোরেশনে এসে দায়িত্ব গ্রহণ করেন রাফিন। বিসিএস ২১ ব্যাচের এই কর্মকর্তা এর আগে লক্ষ্মীপুর জেলা পরিষদে (ইনসিটু) প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেন।
যোগদানের পর দি ডেইলি ট্রাইবুনালের ব্যুরো প্রধান আ ম ন জামান চৌধুরীর সঙ্গে সিলেটের নানা বিষয় নিয়ে প্রশ্নের জবাবে বলেন, আমি আজই যোগদান করেছি সিলেট আমার চেনাজানা শহর।
আমি সিলেট সিটি করপোরেশনের কিছু গুরুত্বপূর্ণ বিষয় প্রায়োরিটি দিতে চাই, যেমন হকার সমস্যা, যানজট, বর্জ্য, মশা নিধন পানি নিষ্কাশনের সহ জনগুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে শুরুতেই কাজ করতে চান বলে জানান প্রধান নির্বাহী কর্মকর্তা রেজাই রাফিন সরকার।
প্রধান নির্বাহী কর্মকর্তা রেজাই রাফিন সরকার নেত্রকোণা জেলায় জন্ম এর আগে সিলেট – সুনামগঞ্জের জেলা ও বিভিন্ন উপজেলায় চাকুরী করেছেন। সিলেটে ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব পালন করেছেন তিনি। প্রধান নির্বাহী কর্মকর্তা
রেজাই রাফিন সরকার দায়িত্ব পালনকালে নগরবাসীর সহযোগিতা চেয়েছেন।