» যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবি দিবস পালিত

প্রকাশিত: ১৪. ডিসেম্বর. ২০২৪ | শনিবার

যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যে সিলেটে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে। শনিবার (১৪ ডিসেম্বর) সকাল থেকে বিকাল পর্যন্ত মহানগরের চৌহাট্টাস্থ শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে ফুলেল বিনম্র শ্রদ্ধা-ভালোবাসায় জাতির শ্রেষ্ঠ সন্তানদের স্মরণ করেন সিলেটের সর্বস্তরের মানুষ।

সকালে সরকারি বিভিন্ন দপ্তর, বেসরকারি প্রতিষ্ঠান, রাজনৈতিক দল, মুক্তিযোদ্ধা সংসদ, পেশাজীবী সংগঠন ও শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন প্রতিষ্ঠান এবং ব্যক্তির পক্ষ থেকে পুস্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করা হয়।

সকাল থেকে ধারবাহিকভাবে সিলেটের বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসন, সিলেট সিটি করপোরেশন, মহানগর পুলিশ কমিশনার, জেলা পুলিশ সুপার, সিলেট মহানগর ও জেলা বিএনপি, জেলা পরিষদ, জেলা ও মহানগর মুক্তিযোদ্ধা সংসদ, সিলেট জেলা প্রেসক্লাব, সিলেট প্রেসক্লাব, ইমজা, সিলেট বিভাগীয় ফটো জার্নালিস্ট এসোসিয়েশন, বাসদ, খেলাঘর, বাম গণতান্ত্রিক জোট, জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি)-সহ বিভিন্ন প্রতিষ্ঠান পুষ্পশ্রদ্ধ অর্পণ করে।

এছাড়া বিকাল পর্যন্ত নানা কর্মসূচির মধ্যে দিয়ে দিবসটি পালিত হয় সিলেটে। কর্মসূচির মধ্যে ছিলো- শহীদ মিনার, কবরস্থান ও স্মৃতিস্তম্ভে পুস্পস্তবক অর্পণ, আলোচনা সভা, র‍‍্যালি, চিত্রাঙ্কন প্রতিযোগিতা, রক্তদান কর্মসূচি, দোয়া মাহফিল ও প্রামাণ্যচিত্র প্রদর্শনী ইত্যাদি।

[hupso]