- সিলেটের ৪ টি আসনে বিএনপির প্রার্থী ঘোষণা
 - সাবেক মেয়রের মশাল মিছিল
 - সিলেটে জাগপায় যোগদান উপলক্ষে সংবর্ধনা
 - সিলেটে আওয়ামীলীগ নেতা খুন
 - অপরাধ প্রবণ এলাকা শাহপরাণও কতোয়ালী
 - হচ্ছে না সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির নির্বাচন।
 - ১০৪ জন জুলাই ভুয়া আন্দোলনকারী সনাক্ত
 - দক্ষ পরিবহন চালক তৈরীতে বাংলাদেশে স্কুল প্রতিষ্টা করবে জাপান
 - সিলেটে ব্যাটারীচালিত রিকশা শ্রমিকদের রাস্তা অবরোধ, প্রতিবাদ সমাবেশ
 - সিলেটে অনৈতিক কাজে লিপ্ত থাকা ৪ হোটেল সিলগালা
 
» সিলেটে এন্টি- করাপশন মুভমেন্ট জেলা আহবায়ক কমিটি গঠন।
প্রকাশিত: ২৪. মে. ২০২৫ | শনিবার
               
               
     দুর্নীতি মানবজীবনের জন্য একটি অন্তহীন সমস্যা। এর ক্ষতির পরিমাণ ও পরিধি এতো ব্যাপক যে, এর কালো থাবা থেকে কেউ রেহাই পায় না। দুর্নীতি একটি সমাজ ও রাষ্ট্রের অর্থনৈতিক উন্নয়ন, সুশাসন, সুস্থ ও সহনশীল রাজনৈতিক বিশ্বাস ও স্থিতিশীলতা এবং সামাজিক পরিবর্তনের ক্ষেত্রে অন্তরায় হয়ে দাঁড়ায়। দুর্নীতি মানবজীবনে একটি প্রাচীন সমস্যা। দুর্নীতি দারিদ্র্য ও সবধরনের অবিচার বাড়ায়। দুর্নীতি মানুষের মানুষে বৈষম্য সৃষ্টি করে। এর ফলে মানুষ তার মৌলিক অধিকার থেকে বঞ্চিত হয়। দুর্নীতি সমাজে অপরাধ প্রবণতা ও মানুষে অসন্তুষ্টি বৃদ্ধি করে। দুর্নীতি সমাজ বিকাশের ও শান্তি প্রতিষ্ঠায় নিয়োজিত সব প্রতিষ্ঠানকে ধ্বংস করে দেয়। এগুলোকে সোজা হয়ে দাঁড়াতে দেয় না। তাই আমরা দুর্নীতির বিরুদ্ধে সোজা হয়ে দাঁড়াতে চাই । আমাদের অঙ্গীকার দুর্নীতির বিরুদ্ধে রুখে দাঁড়াবার।
শনিবার সন্ধ্যায় সিলেটের কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের তৃতীয় তলায় ভিআইপি লাউঞ্জে আহবায়ক কমিটি গঠনের মাধ্যমে  দুর্নীতির বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করল এন্টি- করাপশন মুভমেন্ট সিলেট জেলা শাখা । কেন্দ্রীয় কমিটির নেতা সিলেট বিভাগের দায়িত্বপ্রাপ্ত বিশিষ্ট সাংবাদিক আ  ম ন জামান চৌধুরীর সভাপতিত্বে ও আব্দুল জলিলের সঞ্চালনায়  সর্বসম্মতিক্রমে হাঁ ভোটের মাধ্যমে  আ ম ন জামান চৌধুরীকে আহবায়ক, নুরুল ইসলাম সুমনকে সদস্য সচিব করে ১৯ সদস্য বিশিষ্ট সিলেট জেলা আহবায়ক কমিটি ঘোষণা করা হয়। আহবায়ক কমিটির অন্যান্যরা হলেন এড. মামুন রশীদ, সুয়েব লস্কর,
 শাহজাহান লিটন, আব্দুল হাই মোশাহিদ,জাহাঙ্গীর আলম,  নাজিম উদ্দিন,আব্দুল জলিল,এম এ ওয়াহিদ চৌধুরী
 সৈয়দ রাজন আহমদ  মহি উদ্দিন মানিক, রুহুল আমিন,আলিম মিয়া, ইয়াকুব আলী টিপু,গোলজার হোসেন,  রাইহান আহমদ.
শাহ মোঃ হারুন চিশতি, মন্তাজ হোসেন মুন্না
রাশেদ আলী কদ্দুছ। 
