- প্রাণে বাঁচতে আত্মহত্যা করলেন কানাইঘাটের যুবক
- কোম্পানীগঞ্জের ভয়ানক চাঁদাবাজকে দল থেকে বহিষ্কার করলো বিএনপি
- এমসি কলেজ ছাত্রদলের সভাপতি সামি, সেক্রেটারি জুনেদ
- গোয়াইনঘাটে নিখোঁজ বিজিবির লাশ উদ্ধার
- বিয়ানীবাজারে আড়াই কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ করা হয়েছে।
- আবুল হত্যা মামলার দুই আসামী র্যাবের জালে আটক
- সুমেল হত্যায় ৮ জনের মৃত্যুদন্ড, ৭ জনের যাবত জীবন
- ডিএনএম আইসি পরীক্ষায় জানা যাবে আপনি কতদিন বেঁচে থাকবেন।
- দেশ এখন আন্তর্জাতিক দুর্বৃত্তদের কবলে : জেড আই খান পান্না
- আরামবাগ উন্নয়ন ও শান্তিশৃঙ্খলা রক্ষা কমিটি গঠন
» ঈদে ফাঁকা সিলেট মহানগর,প্রশান্তির ছোঁয়া।
প্রকাশিত: ০৭. জুন. ২০২৫ | শনিবার

ঈদের ছুটিতে অনেকটাই ফাঁকা হয়ে পড়েছে সিলেট মহানগর। ব্যস্ত সড়কগুলোতে যানবাহনের চাপ কম, নেই সেই চিরচেনা কোলাহল। প্রিয়জনদের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করতে অনেকেই শহর ছেড়ে চলে গেছেন গ্রামে। ফলে ঈদের দিনে মহানগরজুড়ে দেখা গেছে এক প্রকার নিরবতা।
ঈদের নামাজের পর থেকেই নগরীর ক্বিন ব্রিজ, জিন্দাবাজার, চৌহাট্টা, আম্বরখানা, সুবিদবাজারসহ প্রধান সড়কগুলো ছিল প্রায় ফাঁকা। যেখানে প্রতিদিনই যানজটে নাকাল হন নগরবাসী, সেখানে ঈদের দিনে ছিল মুক্ত হাওয়া।
নগরবাসীর কেউ কেউ এই নিরবতা উপভোগ করছেন। জিন্দাবাজার এলাকায় বসবাসকারী আব্দুল করিম বলেন, “পুরো বছর ধরে শহরের এই অংশে এতটা নিরবতা দেখা যায় না। ঈদের সময়টা যেন একটুখানি শান্তির সময় হয়ে আসে।”
তবে ঈদের দিনেও সিলেট মহানগরীর কিছু স্থানে ছিল ভিন্ন চিত্র। বিশেষ করে ঈদের নামাজ শেষে ঈদগাহ ময়দান, হজরত শাহজালাল (রহ.) মাজার প্রাঙ্গণ এবং চা বাগান সংলগ্ন এলাকায় কিছুটা ভিড় লক্ষ্য করা গেছে।
নগরীর একাধিক দোকানপাট, শপিং মল ও অফিস-আদালত ছিল বন্ধ। শুধুমাত্র কিছুকিছু খাবারের দোকান ও ফাস্টফুড আউটলেট খোলা ছিল, তাও সীমিত পরিসরে।
নগর পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, ঈদের দিন নগরজুড়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। বিভিন্ন পয়েন্টে ছিল পুলিশের টহল ও চেকপোস্ট।
সাধারণত, ঈদের কাটাতে আগের দিন অনেকেই গ্রামের বাড়ির উদ্দেশ্যে রওনা হন। তাই ঈদের দিন সিলেট শহর একপ্রকার ফাঁকা হয়ে পড়ে। এই চিত্র এখনও অব্যাহত রয়েছে এবং ছুটির বাকি দিনগুলোতেও এমন পরিস্থিতি থাকবে বলে ধারণা করা হচ্ছে।
[hupso]