- সিলেট ন্যায্য দাবী থেকে বঞ্চিত: আরিফুল হক
- যাত্রীকে বেঁধে রাখা হলো বিমানে
- প্রবাসীর স্ত্রীর সংবাদ সম্মেলন : ঘর দখল করে তালা ভেঙ্গে লুটপাট করেছে দেবর সুবেল
- চট্রগ্রামে সাংবাদিকদের উপর হামলার প্রতিবাদে সিলেটে মানববন্ধন
- ট্রেন চলাচল স্বাভাবিক, দুর্ঘটনা কবলিত ট্রেন উদ্ধারে বিলম্ব
- জেলা প্রশাসক সারওয়ার আলম একটি পরিবেশবান্ধব নগরায়নে বদ্ধপরিকর
- বর্তমান সরকার দেশকে বিদেশের কাছে বন্ধক রেখে দিয়েছে
- যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালিককে দলের সতর্কতামুলক নোটিশ
- এসিল্যান্ডের গাড়ীচাপায় পরপারে মদনমোহন কলেজ সহকারী
- ব্যাটারীচালিত রিকশা ও হকারমুক্ত ফুটপাতে সিলেটের গণমানুষ ঐক্যবদ্ধ
» জকিগঞ্জে প্রবাসীর স্ত্রীর গলাকাটা লাশ উদ্ধার হত্যা না আত্মহত্যা?
প্রকাশিত: ২৫. জুন. ২০২৫ | বুধবার

সিলেটের জকিগঞ্জে নিজ বসতঘরের একটি কক্ষ থেকে সুজিয়া বেগম সাজন (৩৩) নামের এক প্রবাসীর স্ত্রীর গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (২৫ জুন) ভোর ৫ টার দিকে সিলেটের জকিগঞ্জ উপজেলার বারহাল ইউনিয়নের মাইজগ্রামে এ মর্ঘমান্তিক ঘটনা ঘটে।
নিহত সুজিয়া বেগম সাজন স্থানীয় মাইজগ্রামের দুবাই প্রবাসী মোখতার হোসেনের স্ত্রী ও বিশ্বনাথ উপজেলার রশীদপুর গ্রামের সুরুজ আলীর মেয়ে।
পরিবারের লোকজন জানান, ঘটনার সময় বাড়িতে নিহতের দেবর ও খালা শাশুড়ি ছাড়া আর কেউ ছিলেন না। বুধবার ভোরে হঠাৎ সুজিয়া বেগমকে গলাকাটা অবস্থায় রক্তাক্ত শরীর দেখতে পান তার দেবর ও খালা শাশুড়ি। এরপর তারা শোর চিৎকার দিলে প্রতিবেশীরা জড়ো হয়ে পুলিশকে খবর দেন। ঘটনা কিভাবে ঘটেছে তা কেউই সঠিকভাবে বলতে পারছেন না।
পার্শ্ববর্তী বাড়ির বাসিন্দা ও নিহতের ননদের ছেলে আব্দুল্লাহ জানান, প্রায় ১০/১১ বছর পূর্বে তার প্রবাসী মামা মোখতার হোসেনের সাথে সুজিয়া বেগমের বিবাহ হয়। বিয়ের কয়েক বছর পর এ দম্পতির একটি সন্তান জন্ম নিয়ে মারা গেলে সুজিয়া বেগম মানসিকভাবে অসুস্থ হয়ে পড়েন। তাদের ধারণা মানসিকভাবে অসুস্থ সুজিয়া বেগম নিজেই গলা কেটে আত্মহত্যা করেছেন।
তবে এলাকার নামপ্রকাশে অনিচ্ছুক কয়েকজন ব্যক্তি জানান, পরিবারের লোকজন সুজিয়া বেগমকে মানসিক ভারসাম্যহীন বললেও সে মারাত্মক মানসিক রোগী ছিলনা। মঙ্গলবার সে স্থানীয় গ্রামীণ ব্যাংক থেকে টাকা উত্তোলন করে নিয়ে এসেছে বলে জানা গেছে। পুলিশ সঠিক তদন্ত করলে ঘটনার সঠিক রহস্য বের হবে।
ঘটনাস্থলে থাকা জকিগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ সুজন মিয়া জানান, আমরা একজন প্রবাসীর স্ত্রীর গলাকাটা লাশ উদ্ধার করেছি। পুলিশ সুরতহাল রিপোর্ট তৈরি করে ময়নাতদন্তের জন্য সিলেট এম.এ.জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণের প্রস্তুতি নিয়েছে। তাৎক্ষণিক ঘটনার কোন রহস্য উদঘাটন করা যায়নি। তবে ময়নাতদন্ত শেষে ঘটনার প্রকৃত রহস্য বের হয়ে আসবে এমনটাই জানান তিনি।