- সিলেট এন্টি করাপশন সোসাইটির পুর্ণাঙ্গ কমিটি গঠন
- কোয়ারী বন্ধের প্রতিবাদে কঠোর আন্দোলনের দিকে পাথর সংশ্লিষ্টরা
- পুলিশ সুপার বরাবরে অভিযোগ গনমাধ্যমে মিথ্যা সংবাদ পরিবেশন ও প্রবাসীর সম্পদ লুটপাট
- পঞ্চগ্রামে ফ্রি রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পিং-২০২৫ সম্পন্ন
- আত্মজা খুনি
- মেজরটিলায় মেয়ে ও পিতার গলা কাটা রহস্য উদঘাটনে পুলিশ তৎপর
- জকিগঞ্জে প্রবাসীর স্ত্রীর গলাকাটা লাশ উদ্ধার হত্যা না আত্মহত্যা?
- প্রায় এক লক্ষ শিক্ষক নিয়োগ দিবে NTRCA, গণবিজ্ঞপ্তি আজ, আবেদনের সুযোগ পাচ্ছেন না ৩৫ ঊর্ধ্বরা।
- টাঙ্গুয়ার হাওরে হাউসবোট ব্যবসায় ঠকছেন ভ্রমণকারীরা: প্রশাসনের সতর্কতা
- পঞ্চগ্রাম ছাত্র ও সমাজ কল্যাণ পরিষদের নতুন কমিটি গঠন
» পুলিশ সুপার বরাবরে অভিযোগ গনমাধ্যমে মিথ্যা সংবাদ পরিবেশন ও প্রবাসীর সম্পদ লুটপাট
প্রকাশিত: ২৯. জুন. ২০২৫ | রবিবার

বিভিন্ন গণমাধ্যমে ভূয়া সংবাদ পরিবেশনসহ পারিবারিক অংশিজনের রাস্তায় অনুপ্রবেশে মাটি কেটে পরিবেশ দূষণ এবং প্রবাসী ফুফুর সত্ত্ব দখলীয় জায়গা থেকে দশ লক্ষাধিক টাকার গাছপালা কেটে চুরি করে নিয়ে যাওয়ায় বিয়ানীবাজার উপজেলার উত্তর পাড়িয়া বহরের গণমাধ্যম কর্মী সাদিক হোসেন এপলু গত ২৬ জুন সিলেট জেলা পুলিশ সুপার বরাবর লিখিত অভিযোগ দায়ের করেছেন।
লিখিত অভিযোগে এপলু বলেন, বিগত ১৩ মার্চ দুপুর ২ টার সময় উত্তর পাড়িয়া বহরের আব্দুল ওয়াহিদের বাড়ির কেয়ার টেকার ও জলঢুপ বিলপাড়ের বাসিন্দা মৃত সমছ উদ্দিন উরফে কালার ছেলে ছইফ উদ্দিন, উত্তর পাড়িয়া বহরের মৃত আয়াজ আলীর ছেলে জয়নাল উদ্দিন, মৃত শুয়াইবুর রহমানের ছেলে প্রবাসী আব্দুল কাইয়ুম, মৃত সজ্জাদ আলীর ছেলে মাসুম আহমদ ও জামিল আহমদ মিলে সংঘটিত হয়ে সাদিক হোসেন এপলুর পূর্ব পুরুষের রেখে যাওয়া সত্ত্ব দখলীয় ও রেকর্ডীয় পারিবারিক রাস্তায় অনুপ্রবেশে পরিবেশ দূষণ করে মাটি কেটে ফেলায় তাতে নিষেধ দিলে অভিযুক্তরা বাধাঁয় কর্নপাত না করে রাস্তাটির গতি পরিবর্তন করে মাটি চুরি করে নিয়ে যায়। অভিযোগে সাদিক হোসেন এপলু বলেন, একই সাথে অভিযুক্তরা তার প্রবাসী ফুফুর নামীয় শাখাইতি এলাকায় রেকর্ডীয় পারিবারিক অংশিদারি সত্ত্ব দখলিয় জায়গাতে সকল অভিযুক্তরা অনুপ্রবেশ করে বেআইনিভাবে ৮ শতাধিক বিভিন্ন প্রজাতির গাছপালা চুরি করে কেটে নিয়ে যায়। সাদিক হোসেন এপলু অভিযুক্তদের বাঁধা দিলে অভিযুক্তরা তাকে খুন করার উদ্দেশ্যে ধারালো দা,
সুলফিসহ লাঠিসোটা নিয়ে তাকে প্রাণে মারতে আসলে তিনি অল্পের জন্য প্রাণে রক্ষা পান। এই চক্রটি উত্তর পাড়িয়া বহর এলাকায় সংঘবদ্ধ সন্ত্রাসী বাহিনী হিসেবে গড়ে উঠেছে। এই বাহিনীর কাছে কিছু হলুদ কার্ড ধারী প্রতারক প্রকৃতির ভূয়া সাংবাদিক রয়েছে। অভিযুক্তরা এলাকায় নিরিহ মানুষকে জুলুম নির্যাতন চালালে আসল ঘটনা আড়াল করতে ভূয়া সাংবাদিকরা সন্ত্রাসীদের পক্ষে বিভিন্ন গণমাধ্যমে মিথ্যা সংবাদ পরিবেশন করে থাকে। গত ২৫ মার্চ সাদিক হোসেন এপলু বাদী হয়ে সিলেট জেলা বিজ্ঞ ম্যাজিস্ট্রেট আদালতে অভিযুক্তদের অত্যাচারের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন। এ খবর শুনে অভিযুক্তরা সাদিক হোসেন এপলুর বিরুদ্ধে ভূয়া সাংবাদিক দিয়ে চাদাঁ বাজির মিথ্যা সংবাদ বিভিন্ন গণমাধ্যমে পরিবেশন করায়। গত ২৯ মার্চ তারিখে অভিযুক্তরা সাদিক হোসেন এপলু ও তার ফুফুত ভাই নজরুল ইসলাম সিপারকে জড়িয়ে তাদের বিরুদ্ধে অনলাইন ভিত্তিক (প্রতিদিন দূর্নীতির তালাশ), গত ৭ মে দৈনিক বিজয়ের কন্ঠ, গত ৩০ মার্চ (প্রতিদিন দূর্নীতির তালাশ), পোর্টালে বিকৃত মিথ্যা সংবাদ পরিবেশন করায়। এসব অভিযোগসহ বিবাদীদের বিরুদ্ধে সুষ্ট তদন্তক্রমে আইনানুগ ব্যবস্তা নিতে পুলিশ সুপার বরাবরে আবেদন জানানো হয়। প্রেস বিজ্ঞপ্তি।
[hupso]