» সিলেট তপোবনে ছাত্র- জনতার হামলা মারধর ভাঙচুর

প্রকাশিত: ০৫. আগস্ট. ২০২৪ | সোমবার

সিলেট তপোবনে ছাত্র- জনতার হামলা মারধর ভাঙচুর
৫ আগস্ট পতিত স্বৈরাচারী অবৈধ সরকারের প্রধান ১৬ বছরের এক নায়কতান্ত্রিক শাসন ব্যবস্তার উৎখাত, ভারতীয় তাবেদার শেখ হাসিনার পতনের পর শহর জুড়ে বিক্ষুব্ধ জনতা বিভিন্ন পাড়া মহল্লায় আওয়ামীলীগের বাসা বাড়ীতে ভাঙচুরও আগুন লাগিয়ে দেয়।ঘরের মুল্যবান জিনিসপত্র লুটপাট করা হয় । মকবুল হোসেনের ঘরে থাকা টাকা পয়সা স্বর্ণালংকার লুপাটের অভিযোগ করেন তার আত্মীয় শাহান মিয়া। তিনি জানান বিকেল প্রায় পাঁচটা সাড়ে পাঁচটায় সিলেট – সুনামগঞ্জ রোডের আখালিয়া তপোবন আবাসিক এলাকায় সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়ন ছাত্রলীগের সহ সভাপতি হোসেন আহমদের বাসায় হামলা চালায় বিক্ষুব্ধ জনতা , এসময় তারা বাসার বাহির অংশে ভাঙচুর করে, পরে দরজা ভেঙ্গে ছাত্র নেতা হোসেন আহমদের অসুস্থ চাচা মকবুল হোসেনকে পেয়ে মারধর করে। এতে তিনি গুরুতর জখম হন। হামলাকারীরা তাকে বেধড়ক পিটায় তার মাথা ফেটে রক্ত বের হয় এবং মারের চুটে তিনি অজ্ঞান হয়ে পড়েন। সেখানে নারী ও শিশুরাও আঘাত প্রাপ্ত হন। শাহান মিয়া বলেন মকবুল হোসেন অসুস্থ মানুষ তিনি রাজনীতির সঙ্গে জড়িত নন তবু তারা তাকে নির্মমভাবে মারধর করে । এক সময় হামলা কারীরা মকবুল হোসেনকে মৃতভেবে বাসার নীচে উঠানের এক কোনায় ফেলে রেখে চলে যায়। পরে মকবুল হোসেনকে উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজে হাসপাতালে ভর্তি করা হয়।

[hupso]