- সিলেটে অনৈতিক কাজে লিপ্ত থাকা ৪ হোটেল সিলগালা
- মিনিস্টার বাড়ী ভাঙ্গার কাজ বন্ধ
- শোডাউনের মাধ্যমে প্রচারণায় আরিফ চাইলেন নমিনেশন
- সিলেট বিভাগে বিএনপি’র মনোনয়ন প্রত্যাশীদের ভাগ্যনির্ধারণ রবিবার
- ৩২ ঘন্টায় সিলেটে পুলিশের বিশেষ অভিযানে ৬৭ জন আটক ।
- সিলেট ন্যায্য দাবী থেকে বঞ্চিত: আরিফুল হক
- যাত্রীকে বেঁধে রাখা হলো বিমানে
- প্রবাসীর স্ত্রীর সংবাদ সম্মেলন : ঘর দখল করে তালা ভেঙ্গে লুটপাট করেছে দেবর সুবেল
- চট্রগ্রামে সাংবাদিকদের উপর হামলার প্রতিবাদে সিলেটে মানববন্ধন
- ট্রেন চলাচল স্বাভাবিক, দুর্ঘটনা কবলিত ট্রেন উদ্ধারে বিলম্ব
» সিলেটে অনৈতিক কাজে লিপ্ত থাকা ৪ হোটেল সিলগালা
প্রকাশিত: ২৬. অক্টোবর. ২০২৫ | রবিবার
প্রতিশ্রুতি কোনো কাজ নয়, কাজ এবং প্রতিশ্রুতি যদি হাতে হাত রেখে এগিয়ে যায় তখন বাস্তবায়নটা হয় চমৎকার। পুলিশ কমিশনার আব্দুল কদ্দুছ চৌধুরী তাঁর লক্ষ্যে দৃঢ় সংকল্পবদ্ধ। তাঁর রোজকার কাজগুলো চমৎকারীত্বে থাকে ভরা।
অসামজিক কার্যকলাপের অভিযোগে সিলেট নগরীতে গত এক সপতাহে অভিযান চালিয়ে চারটি হোটেল সিলগালা করা হয়েছে। এছাড়া এই সময়ে অসামাজিক কার্যকলাপের অভিযোগে হোটেল থেকে ১২ জনকে গ্রেপ্তার করেছে সিলেট মহানগর পুলিশ।
সিলেট মহানগর পুলিশের পক্ষ থেকে শুক্রবার দেওয়া এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
সিলগালা করা হোটেলগুলো হলো- সিলেট রেস্ট হাউজ, বিলাস আবাসিক হোটেল,
গ্রান্ড সাওদা হোটেল ও আল সাদী হোটেল।
এছাড়া গত এক সপ্তহে ইয়াবা ২৫০ পিস, বিদেশী মদ ৫৮৭ বোতল, গাঁজা ২০০ গ্রাম ও চোলাই মদ ১০২ লিটার উদ্ধার করেছে মহানগর পুলিশ।
চোরাচালান পণ্য উদ্ধারের মধ্যে রয়েছে- ভারতীয় শাড়ি ২০৭১ পিস, ভারতীয় চকলেট ৩১ প্যাকেট, স্কিন কেয়ার ক্রিম ১৬০০ পিস, ভারতীয় বিড়ি ১,৬৮,০০০ শলাকা, বিদেশী সিগারেট ৭৭০ প্যাকেট।
গত সপ্তাহে নগরী থেকে মাদক ব্যবসায়ী ১৬ জন, তালিকাভুক্ত ছিনতাইকারী ১০ জন ও চিহ্নিত চোর ২৪ জনসহ মোট দুই শতাধিকজনকে গ্রেপ্তার করা হয়েছে।
[hupso]