» সুনামগঞ্জে প্রায় হাজার বোতল মদসহ দুই মাদক কারবারীকে গ্রেফতার করেছে র‌্যাব।

প্রকাশিত: ২৯. সেপ্টেম্বর. ২০২৩ | শুক্রবার

সুনামগঞ্জ সদর থানা ও দোয়ারা বাজার এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে দুজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ‌র‌্যাব
আটক মাদক কারবারিরা হলেন দোয়ারাবাজার থাানার মৌলারপাড় এলাকার চাঁন মিয়ার ছেলে ফয়সাল (২২) ও গোপালগঞ্জ জেলার মোকছেদপুর থানার পাইকদিয়া এলাকার মোসলেম উদ্দিনের ছেলে রবিউল আলম রণি (৩১)।

র‌্যাব-৯ এর গণমাধ্যম শাখা জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বৃহস্পতিবার ভোর ৫টার দিকে  দোয়ারাবাজার থানার মৌলারপাড় এলাকা থেকে মাদক ব্যবসায়ী ফয়সালকে ৯৫ বোতল বিদেশী মদসহ গ্রেফতার করে সিপিসি-৩ সুনামগঞ্জ কোম্পানির একটি দল।

ওই দিন সকাল সাড়ে ৬টার দিকে সুনামগঞ্জ সদর থানার ধারারগাঁও এলাকায় অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী রবিউল আলম রণিকে গ্রেফতার করা হয়। এসময় তার হেফাজত থেকে মোট ৮৩১ বোতল বিদেশী মদ জব্দ করা হয়।

তাদের দু’জনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে জব্দকৃত মদসহ ফয়সালকে দোয়ারাবাজার ও রণিকে সুনামগঞ্জ সদর থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র‌্যাব-৯ এর গণমাধ্যম শাখা।

[hupso]