- সিলেটের ৪ টি আসনে বিএনপির প্রার্থী ঘোষণা
 - সাবেক মেয়রের মশাল মিছিল
 - সিলেটে জাগপায় যোগদান উপলক্ষে সংবর্ধনা
 - সিলেটে আওয়ামীলীগ নেতা খুন
 - অপরাধ প্রবণ এলাকা শাহপরাণও কতোয়ালী
 - হচ্ছে না সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির নির্বাচন।
 - ১০৪ জন জুলাই ভুয়া আন্দোলনকারী সনাক্ত
 - দক্ষ পরিবহন চালক তৈরীতে বাংলাদেশে স্কুল প্রতিষ্টা করবে জাপান
 - সিলেটে ব্যাটারীচালিত রিকশা শ্রমিকদের রাস্তা অবরোধ, প্রতিবাদ সমাবেশ
 - সিলেটে অনৈতিক কাজে লিপ্ত থাকা ৪ হোটেল সিলগালা
 
» শাবিপ্রবি’র এক ছাত্রের আত্মহত্যা
প্রকাশিত: ০৫. অক্টোবর. ২০২৩ | বৃহস্পতিবার
               
               
     সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে আরিফ মিয়া নামক এক ছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।সে সমাজবিজ্ঞান বিভাগের ২০২০-২১ সেশনের ছাত্র।ওই শিক্ষার্থীর গ্রামের বাড়ি কিশোরগঞ্জ জেলার পাকুন্দিয়ায়।
বৃহস্পতিবার (৫ অক্টোবর) সকাল ৮টায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক সংলগ্ন একটি মেস থেকে তার মরদেহ উদ্ধার করা হয়েছে বলে জানান প্রক্টর অধ্যাপক ড. কামরুজ্জামান চৌধুরী।
বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীদের বরাত দিয়ে প্রক্টর কামরুজ্জামান চৌধুরী ‘আনুমানিক ভোর ৪টায় সে গলায় ফাঁস দিয়েছে। সকাল ৮টায় পুলিশ এসে মরদেহ উদ্ধার করে। আরিফের আত্মহত্যার সুনির্দিষ্ট কারণ জানা যায়নি। তার মানসিক সমস্যা ছিল বলে জেনেছি। এর আগেও একবার এমন চেষ্টা করেছিল । সে মানসিক সমস্যায় চিকিৎসাধীন ছিল। পুলিশ ময়না তদন্ত করবে। তার পরিবারকে বিষয়টি জানানো হয়েছে, তারা আসতেছেন।’
এদিকে, তার ফেসবুক পোস্ট ঘেটে দেখা যায়- বুধবার দিবাগত রাত দুইটার আগ পর্যন্ত একাধারে অনেকগুলো পোস্ট দিয়েছেন। সেগুলোতে বিষন্নতা ও কাউকে না পাওয়া আকুলতা প্রকাশ পেয়েছে।
গলায় ফাঁস দেওয়ার আগে বুধবার দিবাগত রাত আনুমানিক ১ঘটিকার সময় আরিফ তার ফেসবুক পোস্টে লিখেছেন,বিষন্ন রজনী, কিছু চাওয়ার নেই। কিছু পাওয়ার নেই। ছাড়তে হবে চেনা গলি, চেনা রাস্তা, চেনা জগৎ। দুনিয়াটা খুবই নিষ্ঠুর। দুনিয়াটা খুবই নিষ্ঠুর। এই যে প্রেম, এই যে সৌন্দর্য, এই যে শরীর, নিরর্থক। এখানে স্রষ্টার নজর ও আসে না। সময় মেপে নিয়ম করে সূর্য-চন্দ্র জিয়িয়ে রাখে কিছু আকুল প্রাণ। জীবনটা এখানে কীটপতঙ্গের। ভালোবাসা এখানে স্থবির।
[hupso]