» পুতিনের ঘনিষ্ট বন্ধু কাদিরভ ফিলিস্তিনে সেনা পাঠাতে চান

প্রকাশিত: ১০. অক্টোবর. ২০২৩ | মঙ্গলবার

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বন্ধু এবং চেচেন রিপাবলিকের প্রধান রমজান কাদিরভ চলমান ইসরাইল-হামাস সংঘাত নিয়ে মুখ খুলেছেন। তিনি এই দ্বন্দ্ব শেষ করার জন্য ফিলিস্তিনে ‘শান্তিরক্ষী দল পাঠাতে প্রস্তুত আছেন’ বলে জানিয়েছেন। তিনি বলেন, ফিলিস্তিনের প্রতি আমাদের পূর্ণ সমর্থন রয়েছে। কারণ ইসরাইল তাদের জমি নিয়ে তাদের আলাদা করে রেখেছে। তাদের কোনো বাক স্বাধীনতা নেই। আজ আমি এই যুদ্ধের বিরোধিতা করছি এবং সবাইকে এর সমাপ্তি টানার অনুরোধ করছি। এ যুদ্ধ বন্ধ না হলে তা সারাবিশ্বে ছড়িয়ে পড়বে।
নিজের টেলিগ্রাম চ্যানেলে সোমবার ওই বার্তা দেন কাদিরভ। এসময় তিনি বলেন, জেরুজালেম থেকে অদূরে তার বাবার স্মৃতির উদ্দেশ্যে নির্মিত একটি মসজিদে রকেট হামলা হয়েছে। তিনি উভয়পক্ষকে মসজিদে হামলা না করার বিশেষ আহ্বান জানান। তিনি বলেন, আমি আবারও সব মুসলিম, নাগরিক এবং আমাদের রাষ্ট্রের প্রতি সত্যের পক্ষে দাঁড়ানোর অনুরোধ জানাই।
অথবা আমাদের সেখানে শান্তি রক্ষার জন্য যেতে দেয়া হোক। আমরা ঠিক করে দেব কারা ঠিক আর কারা ভুল। যারা যুদ্ধ চালিয়ে যেতে চায় আমরা তাদের থামিয়ে দেব। উল্লেখ্য, জাতিসংঘ নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠকে ফিলিস্তিনের পক্ষ নিয়েছে রাশিয়া। মস্কোর কারণে হামাসের বিরুদ্ধে কোনো নিন্দা প্রস্তাব পাশ করতে পারেনি সংস্থাটি।

[hupso]