- ওসমানী বিমানবন্দরে ৩৪ কেজি স্বর্ণ উদ্ধার
- সারাদেশে ৩৩৮ জন, সিলেটে বদলী হলেন ২৬ থানার ওসি
- সিলেট সদর উপজেলা চেয়ারম্যানের হোয়াটসঅ্যাপ হ্যাক, বিভিন্ন জনের কাছে সাহায্য চাওয়া হচ্ছে
- সিলেটে ব্যাডমিন্টন খেলা প্রাণিসম্পদ কর্মকর্তার মৃত্যু
- স্যাংশন আসলে ক্রেতারা পোশাক নেবে না, এলসি খোলা যাবে না: বিজিএমইএ সভাপতি
- প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করলেন হুছামুদ্দীন ফুলতলী
- আবু জাহিরের বেড়েছে ৯ গুণ , স্ত্রীর বেড়েছে ২৬ গুণ
- ইমরান ও তাঁর স্ত্রীর সম্পদ বেড়েছে কয়েক গুণ
- কেয়ার ভিসায় ডিপেন্ডেন্ট নেয়া যাবেনা,স্টুডেন্ট ভিসা কঠিন করা হবে
- এবার ওসমানী মেডিকেলের চাকরির ভুয়া বিজ্ঞাপন
» আজ চিরশত্রু ভারত- পাকিস্তান মুখোমুখি হবে আহমেদাবাদে
প্রকাশিত: ১৩. অক্টোবর. ২০২৩ | শুক্রবার

এ যেন ফাইনালের আগেই আরেক ফাইনাল। বিশ্বকাপের রাউন্ড রবিন লীগের ম্যাচে মুখোমুখি ভারত-পাকিস্তান। দুই চিরপ্রতিদ্বন্দ্বীর মহারণ নিয়ে বরাবরই উত্তেজনা তুঙ্গে থাকে। এবারও ভিন্ন নয়। দুই দেশের রাজনৈতিক বৈরিতার কারণে ভারত-পাকিস্তানের ক্রিকেটীয় লড়াই উত্তেজনায় ভরপুর থাকলেও ওয়ানডে বিশ্বকাপে কিন্তু একবারও স্কাই ব্লুদের হারাতে পারেনি গ্রিন ক্যাপরা। ভারতকে হারিয়ে এবার কি সেই গেরো খুলতে পারবে পাকিস্তান?
আজ দুপুর আড়াইটায় আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে বিশ্বকাপের ১২তম ম্যাচে মুখোমুখি হচ্ছে ভারত ও পাকিস্তান। এর আগে বিশ্বকাপের ১২টি আসরে মোট ৭ বার দেখা হয়েছে দুই দলের। এতে শতভাগ জয় ভারতের। সবকটি হারে পাকিস্তান।
বিশ্বকাপে টানা হারের চাপ তো থাকছেই। একসঙ্গে ১ লাখ ৩২ হাজার দর্শক ধারণ ক্ষমতাসম্পন্ন নরেন্দ্র মোদি স্টেডিয়ামের সমর্থকদের চাপের মোকাবিলাও করতে হবে গ্রিন ক্যাপদের।
অতীত রেকর্ড কিংবা পরিবেশ- সব প্রতিকূলে থাকলেও পাকিস্তান অধিনায়ক বাবর আজম অবশ্য আত্মবিশ্বাসী। ভারতের মুখোমুখি হওয়ার আগে তিনি বলেন, ‘(আহমেদাবাদে ভারতীয় দর্শকদের সামনে খেলা) এটা কোনো চাপ নয়। আমরা এমন পরিস্থিতিতে খেলে অভ্যস্ত। হ্যাঁ, আহমেদাবাদে চাপ থাকবে। তবে সত্যি কথা বলতে, আমরা হায়দরাবাদে যখন পৌঁছালাম, তখন উষ্ণ অভ্যর্থনা পেয়েছি। আশা করি আহমেদাবাদেও একইরকম সমর্থন পাবো।’
সংবাদ সম্মেলনে বাবরকে প্রশ্ন করা হয়, ভারতের মোকাবিলায় তাদের কোন বোলার বা ব্যাটারকে চ্যালেঞ্জিং মনে হচ্ছে আপনার? উত্তরে বাবর বলেন, ‘ দেখুন চ্যালেঞ্জিং তো ভারত-পাকিস্তানের ম্যাচই (হাসি)। আমার মনে হয়, আপনারা, পাকিস্তান-ভারতের সমর্থক- সবাই এই ম্যাচের জন্য অপেক্ষা করছে। আমরাও রোমাঞ্চিত এই ম্যাচ নিয়ে।’
‘দুই দলই নিজেদের সেরাটা দেয়ার জন্য মরিয়া হয়ে থাকবে। আমাদের পরিকল্পনা হলো কীভাবে ওদের টপ অর্ডার ব্যাটারদের দ্রুত আউট করা যায়। তাছাড়া কীভাবে বেশি রান করা যায়, তা নিয়ে ভাবছি। চেষ্টা করব আমরা নিজেদের সেরাটা দিতে।’ ভারত-পাকিস্তান ম্যাচ নিয়ে অনেক আলোচনা হচ্ছে। আহমেদাবাদের পিচ কেমন হবে, দর্শকদের প্রত্যাশায় ভারতীয় ক্রিকেটারদের স্নায়ু চাপ থাকবে কি না, পাকিস্তানের বিপক্ষে জয়রথ অব্যাহত থাকবে কি না ভারতের। এসব কিছুই কান দিতে নারাজ ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা। তিনি বলেন, ‘(পাকিস্তানের বিপক্ষে) মাঠের পিচ কেমন হবে… এমন প্রশ্ন নিয়ে ভাবছি না আমরা। আমাদের নিয়ন্ত্রণে যা আছে, তা হলো কোন কম্বিনেশন নিয়ে মাঠে নামব আমরা। বাইরে কী ঘটছে, তা নিয়ে চিন্তিত নই আমরা। খেলোয়াড়রা কী করতে পারবে, কেমন পারফরম্যান্স হবে আমাদের- এখানেই মনোযোগ দেবো।’
রোহিত বলেন, ‘আমরা কঠিন একটি ফরম্যাটের খেলা খেলছি। গ্রুপপর্বের ৯টি ম্যাচের পর সেমিফাইনাল এবং ফাইনাল। আমাদের জন্য গুরুত্বপূর্ণ হলো প্রত্যেক ম্যাচে সাফল্যের মাধ্যমে এগিয়ে যায়। আমরা খুব বেশি দূর তাকাতে চাই না।’
[hupso]সর্বশেষ খবর
- ওসমানী বিমানবন্দরে ৩৪ কেজি স্বর্ণ উদ্ধার
- সারাদেশে ৩৩৮ জন, সিলেটে বদলী হলেন ২৬ থানার ওসি
- সিলেট সদর উপজেলা চেয়ারম্যানের হোয়াটসঅ্যাপ হ্যাক, বিভিন্ন জনের কাছে সাহায্য চাওয়া হচ্ছে
- সিলেটে ব্যাডমিন্টন খেলা প্রাণিসম্পদ কর্মকর্তার মৃত্যু
- স্যাংশন আসলে ক্রেতারা পোশাক নেবে না, এলসি খোলা যাবে না: বিজিএমইএ সভাপতি