- চিনি চোরাচালানে পুরনোদের জায়গায় এসেছে নতুন শেল্টারদাতা
- পুনরায় চালু হচ্ছে সিলেট – কক্সবাজার বিমান ফ্লাইট
- পটল তুললেন মেঘলা নায়িকা হওয়ার স্বপ্ন অধরাই রয়ে গেল
- সিকৃবিতে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী উদযাপন উপলক্ষে বিভিন্ন প্রতিযোগিতার উদ্বোধন
- একটি কাঙ্ক্ষিত উদ্যোগ এবং অসাধারণ বক্তব্য
- সত্যিকারের জনবান্ধব পুলিশ বাহিনী গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত
- পালিয়ে যাওয়া আওয়ামীলীগ নেতারা বেশিরভাগ ভারতে অনেকে যুক্তরাজ্যে
- সিলেটের ডিসি নিয়োগ দিয়েই বাতিল, নতুন ডিসি শের মাহবুব মুরাদ
- সিলেটের নতুন জেলা প্রশাসক এনামুল করিম
- লন্ডনে চার সন্তানের কৃতিত্বে গর্বিত তাদের পিতা- মাতা
» নির্যাতিত ফিলিস্তিনি মুসলিমও হামাস যোদ্ধাদের জন্য মোনাজাত
প্রকাশিত: ১৩. অক্টোবর. ২০২৩ | শুক্রবার
সিলেটের বিভিন্ন মসজিদে পবিত্র জুম’আর নামাজ শেষে ফিলিস্তিনের নির্যাতিত জনগন ও স্বাধীনতাকামী সংগঠন হামাসের জন্য বিশেষ প্রার্থনা করেছেন সাধারণ মুসল্লিরা।
প্রার্থনায় তারা ইসরাইলীদের হেদায়েতের জন্যও প্রার্থনা করা হয়েছে।
এছাড়া পবিত্র জুম’আ শেষে নগরজুড়ে বিক্ষোভ মিছিলেরও প্রস্তুতি চলছে।
গত শনিবার ইসরাইলের বিভিন্ন শহরে জল স্থল ও আকাশ পথে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের হামলার পর অবরুদ্ধ গাজায় বিরামহীন বোমা বর্ষণ করে চলেছে ইসরাইল। এতে গাজায় মহিলা ও শিশুসহ সহস্রাধিক মানুষ প্রাণ হারিয়েছেন। মাটির সাথে মিশে গেছে অসংখ্য দালান কোটা। বাস্তু হারা হয়েছেন কয়েক লাখ মানুষ।
ইসরাইল গাজার অধিবাসীদের নিরাপদ আশ্রয়ে যাওয়ার পথ বন্ধ করে একের পর এক বোমা হামলা চালিয়ে যাচ্ছে।
তাদের এমন নির্মম হামলার প্রতিবাদ উঠেছে মুসলিম বিশ্বে। এমনকি রাশিয়া চীন এবং উত্তর কোরিয়াও ইসরাইলি হামলার প্রতিবাদ জানাচ্ছে।
এ অবস্থায় আজ শুক্রবার (১৪ অক্টোবর) সিলেট বিভাগজুড়ে বিভিন্ন মসজিদে পবিত্র জুম’আর নামাজ শেষে ফিলিস্তিনিদের জন্য বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হয়।
সিলেট মহানগরীর বিভিন্ন মসজিদেও প্রার্থনা করা হয়েছে। সিলেট কোর্ট মসজিদ, কালেক্টরেট মসজিদ, কুদরত উল্লাহ জামেমসজিদ, বন্দরবাজার আবুতোরাব জামে মসজিদ, বন্দরবাজার কেন্দ্রীয় জামেমসজিদ, কাজীটুলা জামেমসজিদ, হযরত শাহজালাল ও হযরত শাহপরান জামেমসজিদসহ নগরীর বিভিন্ন পাড়া মহল্লার মসজিদের ইমাম ও মুয়াজ্জিনবৃন্দ হাজার হাজার মুসল্লিদের নিয়ে স্বপ্রনোদিত হয়ে বিশেষ মোনাজাত করেছেন।
এসময় তারা নিজ ভূমে পরবাসী ফিলিস্তিনি জনগন ও হামাসকে আল্লাহর তরফ থেকে বিশেষ সাহায্য কামনা করেন। পাশাপাশি ইসরাইলি প্রধানমন্ত্রী নেতানিয়াহুসহ সব ইসরাইলির হেদায়েত প্রার্থনা করেন। এমনকি তারা মার্কিন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্যসহ পশ্চিমা বিশ্বের জন্য হেদায়েত কামনা করেন।
এদিক বাদ জুম’আ ইসরাইলি আগ্রাসনের প্রতিবাদে বিক্ষোভ কর্মসূচিতে অংশ নিতে নগরীর বিভিন্ন মসজিদ থেকে বের হয়ে ধর্মপ্রাণ মুসল্লিরা কোর্ট পয়েন্টে জড়ো হয়েছেন। দুপুর সোয়া দুইটার দিকে কোর্ট পয়েন্ট থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়েছে।
[hupso]