- শফিক চৌধুরীকে ইসির তলব
- ধনসম্পদ বেড়েছে মোমেন – ইমরানের, কমেছে নাহিদের
- সিলেটের ৬ সংসদীয় আসনে ১৪ জনের প্রার্থিতা বাতিল, বৈধ ৩১
- নির্বাচন করার মনোবল নেই রতনের যেকোনো সময় ছাড়তে পারেন মাঠ
- অংশগ্রহণ মূলক নির্বাচনে সকলের সহযোগীতা চাইলেন পররাষ্ট্রমন্ত্রী
- সিলেটে ১৯ আসনে ১৫৫ জন প্রার্থী
- সিলেট-২ আসনে মনোনয়ন জমা দিলেন সফিক চৌধুরী
- কুলাউড়া- কমলগঞ্জে লড়াইয়ের আভাস
- প্রতিটি জেলে ধারণ ক্ষমতার চেয়ে দ্বিগুণ কয়েদি
- সিলেট-১ মনোনয়নপত্র জমা দিলেন পররাষ্ট্রমন্ত্রী
» মিশর সীমান্ত দিয়ে গাজায় পৌঁছেছে ঔষধও খাদ্য
প্রকাশিত: ২১. অক্টোবর. ২০২৩ | শনিবার

মিশর থেকে গাজায় মানবিক ত্রাণ প্রবেশ শুরু হয়েছে। আজ শনিবার মিশর থেকে ত্রাণবাহী ট্রাক, লরিগুলো রাফা সীমান্ত অতিক্রম করে গাজায় প্রবেশ করে। মিশরের রেডক্রিসেন্টের একজন কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছে বার্তা সংস্থা এএফপিকে। মিশরীয় টিভিতে দেখানো হয়েছে, ইসরাইল-হামাস যুদ্ধের ১৫তম দিনে সীমান্ত গেট অতিক্রম করছে ট্রাকগুলো। এই একটি সীমান্তকেই ইসরাইল নিয়ন্ত্রণ করে না। তার শীর্ষ মিত্র যুক্তরাষ্ট্রের অনুরোধের প্রেক্ষিতে মিশর থেকে এই ত্রাণ সেখানে পৌঁছার অনুমতি দেয় ইসরাইল। ফলে ত্রাণ নিয়ে ২০টি ট্রাক প্রবেশ করেছে।
অন্যদিকে ফিলিস্তিনের পাশ থেকে এএফপির একজন সাংবাদিক জানিয়েছেন, তারা টার্মিনালে ৩৬টি ফাঁকা ট্রেইলারকে প্রবেশ করতে দেখেছেন। তারপর তা মিশরের দিকে চলে গিয়েছে। সেখান থেকে এসব ত্রাণ বোঝাই করে বহন করার কথা। চারটি অ্যাম্বুলেন্স, জাতিসংঘের দুটি যান এবং রেডক্রসের দুটি যানকে টার্মিনালের দিকে ছুটে যেতে দেখা গেছে।
ওদিকে কার্গো বিমান এবং ট্রাকে করে মিশরের রাফা সীমান্তে পাশে জমা করে রাখা আছে কয়েকদিনে ত্রাণ ।যুদ্ধ চলার কারণে এসব ত্রাণ গাজায় পৌঁছানো যায়নি।
[hupso]