- সিকৃবিতে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী সা. উদযাপিত
- চিনি চোরাচালানে পুরনোদের জায়গায় এসেছে নতুন শেল্টারদাতা
- পুনরায় চালু হচ্ছে সিলেট – কক্সবাজার বিমান ফ্লাইট
- পটল তুললেন মেঘলা নায়িকা হওয়ার স্বপ্ন অধরাই রয়ে গেল
- সিকৃবিতে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী উদযাপন উপলক্ষে বিভিন্ন প্রতিযোগিতার উদ্বোধন
- একটি কাঙ্ক্ষিত উদ্যোগ এবং অসাধারণ বক্তব্য
- সত্যিকারের জনবান্ধব পুলিশ বাহিনী গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত
- পালিয়ে যাওয়া আওয়ামীলীগ নেতারা বেশিরভাগ ভারতে অনেকে যুক্তরাজ্যে
- সিলেটের ডিসি নিয়োগ দিয়েই বাতিল, নতুন ডিসি শের মাহবুব মুরাদ
- সিলেটের নতুন জেলা প্রশাসক এনামুল করিম
» সেমিফাইনালে খেলা নিয়ে যা প্রত্যাশা ইংল্যান্ডের
প্রকাশিত: ২৮. অক্টোবর. ২০২৩ | শনিবার
বর্তমান চ্যাম্পিয়ন ইংল্যান্ড বিশ্বকাপে বাজে পারফরম্যান্সের ফলে তৈরি হওয়া চাপটা টের পাচ্ছে। কিন্তু দলটির সহকারী কোচ মার্কাস ট্রেসকোথিক আজ দাবি করেছেন, ৫০ ওভার সংস্করণে ইংল্যান্ড নিজেদের ওপর থেকে ‘বিশ্বাস’ হারায়নি
লক্ষ্মৌতে আগামীকাল ভারতের মুখোমুখি হবে ইংল্যান্ড। ৫ ম্যাচে ৪ হার ও ১ জয়ে ২ পয়েন্ট নিয়ে ১০ দলের বিশ্বকাপে নবম স্থানে থেকে এই ম্যাচে মাঠে নামবে বিশ্ব চ্যাম্পিয়নরা। জস বাটলারের দলের সেমিফাইনালে ওঠার আশা প্রায় শেষ হয়ে গেছে। আজ সংবাদ সম্মেলনে ট্রেসকোথিক বলেছেন, ‘আমরা সবাই চাপটা টের পাচ্ছি। কিন্তু কী করার আছে? আমরা একই রকম প্রস্তুতি নিয়েছি। সবাই যা করে আমরাও তা–ই করেছি।’ ট্রেসকোথিকের ব্যাখ্যা, ‘প্রতিটি অনুশীলন শেষেই মনে হয়, আমরা ভালো বোধ করছি, ভালো জায়গাতেই আছি। কিন্তু মাঠে ঠিকঠাকমতো কিছুই হচ্ছে না।’
ইংল্যান্ড ২০১৯ বিশ্বকাপে চ্যাম্পিয়ন হওয়ার পর এই চার বছরে মাত্র ১৩ ওয়ানডে খেলেছে। এবার বিশ্বকাপে শিরোপা ধরে রাখার লড়াইয়ে নামার আগে ওয়ানডে সংস্করণের প্রতি ইংল্যান্ডের মনোভাবের সমালোচনা হচ্ছে। কিন্তু ট্রেসকোথিকের যুক্তি, ‘মাফ করবেন, কথাটা কাঠখোট্টার মতো লাগতে পারে, তবে আমরা কিন্তু (নিজেদের ওপর) আস্থা হারাইনি। আমরা যেকোনো সংস্করণেই খেলতে পছন্দ করি। আমরা এখানে (ভারতে) টানা দ্বিতীয় ৫০ ওভারের সংস্করণ জিততে মরিয়া ছিলাম। আমরা আসলে সব সংস্করণ নিয়েই মনোযোগী।’
ট্রেসকোথিক এরপর যোগ করেন, ‘এখন তো ক্রিকেটে অনেক ব্যস্ততা, তাই না? সত্যিই ব্যস্ততা বেড়েছে। টেস্ট, টি–টোয়েন্টি ও ৫০ ওভারের জন্য আলাদা পরিকল্পনা করতে হয়। আমরা সব সময় ভারসাম্য ধরে রাখার চেষ্টা করছি। কখনো এতে সফল হই, কখনো হই না।
সাবেক বাঁহাতি ওপেনার ট্রেসকোথিক ২০০০ থেকে ২০০৬ সালের মধ্যে ১২৩ ওয়ানডে ও ৭৬ টেস্ট খেলেছেন ইংল্যান্ডের হয়ে। তাঁর ভাষ্য, বাটলারের দল ভারতের বিপক্ষে খেলতে মুখিয়ে আছে এবং উপলক্ষটা নিজেদের করে নিতে চায়, ‘বিশ্বকাপে ভারতের বিপক্ষে তাদেরই মাটিতে মুখোমুখি হওয়াটা বিশেষ বলে মনে করি। অনেক দর্শক থাকবে, তাই উপলক্ষটাও দারুণ, এই সুযোগের সদ্ব্যব্যহার করতে হবে এবং আমরা সেটাই করতে চাই। মাঠে এর চেয়ে আর বেশি কিছুই দেওয়ার নেই। আশা করি ফলটা পক্ষেই আসবে।
বেঙ্গালুরুতে পরশু নিজেদের সর্বশেষ ম্যাচে শ্রীলঙ্কার কাছে ৮ উইকেটে হারায় ইংল্যান্ডের সেমিফাইনালে ওঠার স্বপ্ন বড় ধাক্কা খায়। সে ম্যাচে ৩৩.২ ওভারে মাত্র ১৫৬ রানে অলআউট হয় ইংল্যান্ড। ট্রেসকোথিক জানিয়েছেন, এখন আর সেমিফাইনাল লক্ষ্য নয়, বরং নিজেদের খেলাটা ঠিকঠাকমতো খেলতে চায় ইংল্যান্ড, ‘আমরা নিজেদের পারফরম্যান্স নিয়ে মনোযোগী। গত কয়েক সপ্তাহে যা করেছি, তার চেয়ে ভালো করতে চাই।’ সেমিফাইনালের স্বপ্ন বাদ দেওয়া প্রসঙ্গে ট্রেসকোথিক বলেছেন, ‘ওটা যেমন আছে তেমনই থাকুক। যদি হয়, তো হবে। আমরা জানি কাজটা খুব চ্যালেঞ্জিং। গাণিতিকভাবে এখনো হয়তো সম্ভব, কিন্তু খুব কঠিন।