- ওসমানী বিমানবন্দরে ৩৪ কেজি স্বর্ণ উদ্ধার
- সারাদেশে ৩৩৮ জন, সিলেটে বদলী হলেন ২৬ থানার ওসি
- সিলেট সদর উপজেলা চেয়ারম্যানের হোয়াটসঅ্যাপ হ্যাক, বিভিন্ন জনের কাছে সাহায্য চাওয়া হচ্ছে
- সিলেটে ব্যাডমিন্টন খেলা প্রাণিসম্পদ কর্মকর্তার মৃত্যু
- স্যাংশন আসলে ক্রেতারা পোশাক নেবে না, এলসি খোলা যাবে না: বিজিএমইএ সভাপতি
- প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করলেন হুছামুদ্দীন ফুলতলী
- আবু জাহিরের বেড়েছে ৯ গুণ , স্ত্রীর বেড়েছে ২৬ গুণ
- ইমরান ও তাঁর স্ত্রীর সম্পদ বেড়েছে কয়েক গুণ
- কেয়ার ভিসায় ডিপেন্ডেন্ট নেয়া যাবেনা,স্টুডেন্ট ভিসা কঠিন করা হবে
- এবার ওসমানী মেডিকেলের চাকরির ভুয়া বিজ্ঞাপন
» সিলেট সুবিদবাজারে ডাচ বাংলা ব্যাংকের বুথ থেকে টাকা চুরি
প্রকাশিত: ০৩. নভেম্বর. ২০২৩ | শুক্রবার

সিলেটে ডাচ বাংলা ব্যাংকের একটি বুথ থেকে ২৬ লাখ ৩২ হাজার টাকা চুরির অভিযোগ ওঠেছে। এ অভিযোগে শুক্রবার নগরের বিমানবন্দর থানায় মামলা দায়ের করা হয়েছে।
বুথে টাকা সরবরাহকারী প্রতিষ্ঠান সিকিউরেক্স প্রাইভেট কোম্পানি লিমিটেডের পক্ষ প্রতিষ্ঠানটির সিলেট জোনের এটিএম অফিসার সন্দীপন দাস এ মামলাটি দায়ের করেন। মামলায় সিকিউরেক্স কোম্পানির দুই কর্মকর্তাকে আসামি করা হয়েছে।
মামলায় অভিযোগ করা হয়, গত ২৭ অক্টোবর ডাচ বাংলা বাংকের নগরের সুবিদবাজারের এটিএম বুথে ২৭ লাখ ৭৫ হাজার টাকা জমা করা হয়। কিন্তু ক্যাশজ্যাম জনিত সমস্যার কারণে তখন টাকা জমা হয়নি। এরপর ৩০ অক্টোবর বুথে গিয়ে ২৬ লাখ ৩২ হাজার টাকার গড়মিল পাওয়া যায়। পরে সিসি ক্যামেরার ফুটেজে দেখা যায়, ২৮ অক্টোবর রাত ১১টা ৫৫ থেকে ১২টা ১৫ মিনিটের মধ্যে মাথায় কালো ক্যাপ, মুখে মাস্ক ও চোখে পরে ২-৩ জন ব্যক্তি ব্যাংকের বুথের ভোল্ট খুলে টাকা চুরি করে নিয়ে যায়।
এজাহারে সন্দীপন দাস উল্লেখ করেন, অজ্ঞাতনামা ২/৩ জন বিবাদীর মধ্যে কোম্পানীর এটিএম অফিসার আলবাব হোসেন ও আমিনুল হক ঘটনার সাথে জড়িত থাকতে পারেন বলে সন্দেহ তার।
মামলা দায়েরে দেরি হওয়া প্রসঙ্গে শুক্রবার দুপুুরে সিকিউরেক্স প্রাইভেট কোম্পানি লিমিটেডের সিলেট জোনের এটিএম অফিসার সন্দীপন দাস বলেন, ঢাকা অফিসের সাথে আলাপ আলোচনা করে মামলা করতে হয়েছে। এ কারণে কিছুটা দেরি হয়েছে।
অভিযুক্ত দুই কর্মকর্তা এখনো কর্মরত আছেন কী না জানতে চাইলে তিনি কোন মন্তব্য করতে রাজী হননি।
এদিকে, মামলা দায়েরের পরপরই শুক্রবার সুবিদবাজারে ওই এটিএম বুথ পরিদর্শন করে পুলিশ।পুলিশ
বলেছে, আমরা বিষয়টি তদন্ত করছি। সিকিউরেক্স কোম্পানির দুজন কর্মকর্তা টাকা চুরির সাথে জড়িত বলে সন্দেহ করা হচ্ছে। আমরা তাদের ধরতে অভিযান চালাচ্ছি। এছাড়া সিসিটিভি ফুটেজ দেখে বাকীদেরও শনাক্ত করার চেষ্টা করছি।
[hupso]সর্বশেষ খবর
- ওসমানী বিমানবন্দরে ৩৪ কেজি স্বর্ণ উদ্ধার
- সারাদেশে ৩৩৮ জন, সিলেটে বদলী হলেন ২৬ থানার ওসি
- সিলেট সদর উপজেলা চেয়ারম্যানের হোয়াটসঅ্যাপ হ্যাক, বিভিন্ন জনের কাছে সাহায্য চাওয়া হচ্ছে
- সিলেটে ব্যাডমিন্টন খেলা প্রাণিসম্পদ কর্মকর্তার মৃত্যু
- স্যাংশন আসলে ক্রেতারা পোশাক নেবে না, এলসি খোলা যাবে না: বিজিএমইএ সভাপতি