- শফিক চৌধুরীকে ইসির তলব
- ধনসম্পদ বেড়েছে মোমেন – ইমরানের, কমেছে নাহিদের
- সিলেটের ৬ সংসদীয় আসনে ১৪ জনের প্রার্থিতা বাতিল, বৈধ ৩১
- নির্বাচন করার মনোবল নেই রতনের যেকোনো সময় ছাড়তে পারেন মাঠ
- অংশগ্রহণ মূলক নির্বাচনে সকলের সহযোগীতা চাইলেন পররাষ্ট্রমন্ত্রী
- সিলেটে ১৯ আসনে ১৫৫ জন প্রার্থী
- সিলেট-২ আসনে মনোনয়ন জমা দিলেন সফিক চৌধুরী
- কুলাউড়া- কমলগঞ্জে লড়াইয়ের আভাস
- প্রতিটি জেলে ধারণ ক্ষমতার চেয়ে দ্বিগুণ কয়েদি
- সিলেট-১ মনোনয়নপত্র জমা দিলেন পররাষ্ট্রমন্ত্রী
» কমিউনিটি পুলিশিং ডে-২০২৩ বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা”
প্রকাশিত: ০৪. নভেম্বর. ২০২৩ | শনিবার

“পুলিশ জনতা ঐক্য গড়ি, স্মার্ট বাংলাদেশ গড়ে তুলি’’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে কমিউনিটি পুলিশিং ডে-২০২৩ উপলক্ষে সিলেট জেলা পুলিশ লাইন্সে বর্ণাঢ্য র্যালিরও আলোচনা সভার আয়োজন করা হয়। র্যালিতে অংশগ্রহণ করেন সিলেট রেঞ্জের ডিআইজি জনাব শাহ্ মিজান শাফিউর রহমান বিপিএম (বার), পিপিএম-সেবা। সিলেটর জেলা প্রশাসক শেখ রাসেল হাসান, আরআরএফ এর কমান্ড্যান্ট (অতিরিক্ত ডিআইজি) মোঃ হুমায়ুন কবীর, সিলেট রেঞ্জ, ডিআইজি’র কার্যালয়ের অতিরিক্ত ডিআইজি (প্রশাসন ও অর্থ) সৈয়দ হারুন অর রশীদ, বীর মুক্তিযোদ্ধাআলহাজ্ব মাসুক উদ্দিন আহমেদ, সভাপতি, বাংলাদেশ আওয়ামীলীগ, সিলেট জেলা মহানগর শাখা ও আহবায়ক কমিউনিটি পুলিশিং কমিটি, এবং সিলেট জেলা পুলিশ সুপার মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন। এছাড়াও সাংবাদিক, বিভিন্ন উপজেলা থেকে আগত কমিউনিট পুলিশং কমিটির সদস্যবৃন্দ এবং সর্ব স্তরের জনতা র্যালিতে অংশগ্রহণ করেন এবং র্যালি পরবর্তী আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সিলেট জেলা পুলিশ সুপার মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট রেঞ্জ এর সম্মানিত ডিআইজি শাহ্ মিজান শাফিউর রহমান বিপিএম (বার), পিপিএম-সেবা। আলোচনা সভায় বক্তারা আইন শৃঙ্খলা রক্ষায় পুলিশ জনতার সম্মিলিত কার্যক্রমের গুরুত্ব তুলে ধরা হয়। সভায় প্রধান অতিথি সিলেট জেলায় কমিউনিটি পুলিশিং এ গুরুত্বপূর্ণ অবদানের জন্য একজন শ্রেষ্ঠ কমিউনিটি পুলিশিং অফিসার ও শ্রেষ্ঠ কমিউনিটি পুলিশিং সদস্যদের হাতে পুরস্কার তুলে দেন।
[hupso]