» শুভহোক জন্মদিনঃ জন্মদিনে অফুরান ভালোবাসায় সিক্ত চীফ ইন্জিনিয়ার নূর আজিজ

প্রকাশিত: ১৫. নভেম্বর. ২০২৩ | বুধবার

সিলেট সিটি করপোরেশন স্থাপিত ২০০২ সালে। অবকাঠামোগত উন্নয়ন বা রাস্তাঘাটের অবস্থা ভাঙাচোরা, স্বল্প পরিসরের বাজেট অপরিকল্পিত নগরায়নের নানাবিধ সমস্যায় জর্জরিত নগরবাসী পানির সমস্যা ছোট ছোট রাস্তা ঘাট নাজুক পয়ঃনিস্কাশন ব্যবস্থা । বর্ষায় একটু বৃষ্টিতে ডুবে যাওয়া রাস্তাঘাট বাসাবাড়ি ছিলো ধরে নেওয়া হয়েছিলো নগরবাসীর নিয়তি। পরিকল্পনার অভাবে যত্রতত্র পরিকল্পনা বিহীন সু-উচ্চ বিল্ডিং নির্মাণ,রাস্তাঘাটের দুর্বল কাজ এসবের ফলে দিন দিন সিলেট নগরী নাগরিক বসবাসের অযোগ্য হয়ে উঠছিলো। ২০০৩ সালের মার্চের ১৩ তারিখ সিলেট সিটি করপোরেশনে প্রধান প্রৌকশলী হিসেবে যোগদান করেন নূর আজিজুর রহমান মাঝে তাঁকে বদলী করা হয় বরিশালে এরপর ২০১৪ সালে আবারো সিলেটে সিটি করপোরেশনে বদলী হয়ে ফিরে আসেন। তখন মেয়র আরিফুল হক চৌধুরী, শুরু হয় সিলেটের নবযুগ আরিফুল হক চৌধুরী আর প্রধান প্রকৌশলী নূর আজিজুর রহমান দুজনে মিলে সিলেটকে আধুনিক নগরীতে বদলে দিতে নিতে থাকেন যুগোপযোগী কর্মপরিকল্পনা । আর এসব মাস্টারপ্ল্যান উপস্থাপন করে মেয়রকে সার্বিক সহযোগীতা করেন চীফ ইন্জিনিয়ার নূর আজিজ। আজকে সিলেটে ওয়াকওয়ে থেকে নদীর পাড়ের সৌন্দর্য মরা ডুবাগুলোকে জনসাধারণের ভ্রমনস্থান নাক বন্ধ করে সরে আসা ছড়া গুলোর পাড়ে দৃষ্টিনন্দন ওয়াকওয়েসহ সিলেটের সৌন্দর্যবর্ধনের পরিকল্পনাগুলো এসেছে মেয়র আরিফুল হক চৌধুরী আর সিলেটের জন্য নিবেদিত মানসিকতার প্রধান প্রকৌশলী নূর আজিজুর রহমানের মাথা থেকেই। আজ সিলেট সিটি করপোরেশনের প্রধান প্রকৌশলী নূর আজিজুর রহমানের ৫৪ তম জন্মদিন। অনারম্ভর অনুষ্ঠানের মাধ্যমে সন্ধ্যায় সিটি করপোরেশনের কর্মকর্তা কর্মচারীরা কেক কেটে তাদের প্রিয় স্যার প্রৌকশলী নূর আজিজুর রহমানে জন্মদিন পালন করেন।

[hupso]