- সিলেট এন্টি করাপশন সোসাইটির পুর্ণাঙ্গ কমিটি গঠন
- কোয়ারী বন্ধের প্রতিবাদে কঠোর আন্দোলনের দিকে পাথর সংশ্লিষ্টরা
- পুলিশ সুপার বরাবরে অভিযোগ গনমাধ্যমে মিথ্যা সংবাদ পরিবেশন ও প্রবাসীর সম্পদ লুটপাট
- পঞ্চগ্রামে ফ্রি রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পিং-২০২৫ সম্পন্ন
- আত্মজা খুনি
- মেজরটিলায় মেয়ে ও পিতার গলা কাটা রহস্য উদঘাটনে পুলিশ তৎপর
- জকিগঞ্জে প্রবাসীর স্ত্রীর গলাকাটা লাশ উদ্ধার হত্যা না আত্মহত্যা?
- প্রায় এক লক্ষ শিক্ষক নিয়োগ দিবে NTRCA, গণবিজ্ঞপ্তি আজ, আবেদনের সুযোগ পাচ্ছেন না ৩৫ ঊর্ধ্বরা।
- টাঙ্গুয়ার হাওরে হাউসবোট ব্যবসায় ঠকছেন ভ্রমণকারীরা: প্রশাসনের সতর্কতা
- পঞ্চগ্রাম ছাত্র ও সমাজ কল্যাণ পরিষদের নতুন কমিটি গঠন
» বিশ্বকাপ জয়ে কত টাকা পেলেন অস্ট্রেলিয়ার বীর বাহাদুর ছেলেরা
প্রকাশিত: ২০. নভেম্বর. ২০২৩ | সোমবার

বিশ্বকাপ চ্যাম্পিয়ন হিসেবে অস্ট্রেলিয়া পেয়েছে ট্রফি। তবে হাতে তুলে দেওয়া দৃষ্টিনন্দন পুরস্কারের সঙ্গে বড় পাওনা হিসেবে আছে অর্থও। টুর্নামেন্টের চ্যাম্পিয়ন, রানার্সআপ থেকে শুরু করে অংশগ্রহণকারী সব দলের জন্য অর্থ পুরস্কার বরাদ্দ রেখেছিল আইসিসি।
ফাইনালের জয়-হার যেমন দুটি দলের অর্জনে বড় পার্থক্য গড়ে দেয়, তেমনি পার্থক্য থাকে আর্থিক পুরস্কারেও। ভারতকে ৬ উইকেটে হারিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে ৪০ লাখ মার্কিন ডলার পেয়েছে অস্ট্রেলিয়া, যা বাংলাদেশি মুদ্রায় ৪৪ কোটি টাকার বেশি। আর টুর্নামেন্টজুড়ে টানা ১০ ম্যাচ জিতলেও ফাইনালে হেরে রানার্সআপ হওয়ায় ভারত পেয়েছে ২০ লাখ মার্কিন ডলার (বাংলাদেশি মুদ্রায় ২২ কোটি টাকার বেশি)।
শুধু দুই ফাইনালিস্টই নয়, অর্থ পুরস্কার পেয়েছে বিশ্বকাপে অংশ নেওয়া বাকি আট দলও। এর মধ্যে সেমিফাইনাল খেলা নিউজিল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা পেয়েছে ৮ লাখ মার্কিন ডলার করে (প্রায় ৯ কোটি টাকা)। আর প্রথম পর্ব থেকে বাদ পড়া বাকি ছয় দল পেয়েছে ১ লাখ ডলার করে। এ ছাড়া লিগ পর্বে ম্যাচপ্রতি জয়ের জন্য দলগুলো পেয়েছে ৪০ হাজার ডলার করে।
যা অর্থ, বিশ্বকাপের লিগ পর্বে নয় ম্যাচ জিতে রোহিত শর্মার দল ৩ লাখ ৬০ হাজার ডলার এবং অস্ট্রেলিয়া ৭ ম্যাচ জিতে ২ লাখ ৮০ হাজার ডলার বাড়তি পেয়েছিলো।
সব মিলিয়ে এবারের বিশ্বকাপের জন্য প্রাইজ মানি বাবদ আইসিসির বরাদ্দ ছিল ১ কোটি মার্কিন ডলার।
অস্ট্রেলিয়ার ছেলেরা বিশ্বকাপ জয়ের পর ৪০ লাখ ডলার পেলেও এ বছরের ফেব্রুয়ারিতে দেশটির মেয়েদের ক্রিকেট দল টি-টোয়েন্টি বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয়ে ১০ লাখ ডলার পেয়েছিল। গত জুলাইয়ে আইসিসি ঘোষণা দেয়, সমমানের আইসিসি টুর্নামেন্টে ছেলে ও মেয়েদের দল সমান অর্থ পুরস্কার পাবে। অর্থাৎ, ২০২৫ নারী বিশ্বকাপে পুরুষদের সমান অর্থ পুরস্কার পাবে নারীরাও।
[hupso]