- অপারেশন ডেভিল হান্টে সিলেটে আ.লীগ ও অঙ্গ সংগঠনের আরও ৭ নেতা আটক
- নামের আগে লেখেন শাহ, পিছনে লেখেন চৌধুরী আর এখন তিনি দুধওয়ালা
- ইনাম আহমদ চৌধুরী আর নেই
- সিলেটে ভারতী থেকে অবৈধপথে আসা কমলার চালান জব্দ
- সিলেট-ম্যানচেস্টার ফ্লাইট স্থগিতের ব্যাখ্যা দিলো বিমান
- সিসিকের সাবেক কাউন্সিলর শাহানা আক্তার শানুর বিরুদ্ধে বাসা দখলের অভিযোগ
- আম্বরখানায় আবাসিক হোটেল থেকে চার নারী-পুরুষ গ্রে ফ তা র
- বদলে যাচ্ছে পুলিশ র্যাব আনসারের পোষাক
- সিলেটসহ চার শিক্ষাবোর্ডে নতুন চেয়ারম্যান
- সিলেটের রিজেন্ট পার্ক যুবক- যুবতীদের অনৈতিক কাজের নিরাপদ জোন
» দেশে গরুর মাংসের দাম কমেছে সিলেটে অপরিবর্তিত
প্রকাশিত: ২৬. নভেম্বর. ২০২৩ | রবিবার

হঠাৎ কমে গেছে গরুর মাংসের দাম। দোকানে সারিতে দাঁড়িয়ে অনেকে মাংস কিনছেন। তাতে কমেছে চাষের মাছ ও মুরগির দাম।ঢাকার বাজারে গরুর মাংসের দাম বেশ কমেছে। প্রতি কেজি ৭৫০ থেকে ৮০০ টাকায় বিক্রি হওয়া গরুর মাংস এখন ৬৫০ টাকার কমে পাওয়া যাচ্ছে। কোথাও কোথাও ৫৫০ টাকা কেজিতেও গরুর মাংস কেনা যাচ্ছে। ফলে মধ্যবিত্ত ক্রেতা তো বটেই, অনেক নিম্নমধ্যবিত্ত ও স্বল্প আয়ের মানুষ দোকানে সারিতে দাঁড়িয়ে গরুর মাংস কিনছেন। দুই সপ্তাহ ধরে গরু মাংসের দামে এই পরিবর্তনের ফলে বাজারে কমতে শুরু করেছে চাষের মাছ ও ব্রয়লার মুরগির দামও।কিন্ত এর প্রভাব পড়েনি সিলেটের বাজারে। সিলেটের গরুর মাংসের বড় বাজার লালবাজার সেখানে গতকাল জয়নালের সঙ্গে কথা হয়, মাংস ব্যবসায়ী জয়নাল জানান আমরা ৭০০ থেকে ৭৫০ টাকায় বিক্রি করছি। আম্বরখানা বুরহান উদ্দিন মিট সপে মাংস ব্যবসায়ী শামাই’র সঙ্গে কথা হলে শামাই জানান তারাও ৭০০ থেকে ৭৫০ টাকায় প্রতি কিলো মাংস বিক্রি করছেন । বড় বাজারের বাসিন্দা হেলাল উদ্দিন বলেন আজ কয়দিন ধরে বিভিন্ন টিভি চ্যানেলে পত্রপত্রিকায় জানতে পারছি ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় গরুর মাংসের দাম কমেছে কিন্তু সিলেটেই সম্ভবত এর ব্যতিক্রম, একটা টাকাও কমে নাই।সিলেট ভোক্তা অধিকারের কর্মকর্তা শ্যামল পুরকায়স্থ জানান আমরা সামর্থ্য অনুযায়ী প্রতিদিনই বাজার মনিটরিং করছি। দেশের অন্যান্য এলাকার মতো সিলেটের মাংসের বাজারে দামের প্রভাবটা পড়েনি। আমাদের পর্যাপ্ত লোকবল নেই তারপরও আমরা ভোক্তা অধিকারকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছি এবং আশা করছি শীঘ্রই সিলেটের মাংসের বাজারে ইমপেক্ট)প্রভান পড়বে।
[hupso]