» আপিলে সিলেট বিভাগে প্রার্থীতা ফিরে পেলেন ৬ জন

প্রকাশিত: ১২. ডিসেম্বর. ২০২৩ | মঙ্গলবার

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়নপত্র বাছাইয়ে প্রাথমিকভাবে প্রার্থিতা বাতিল হওয়া প্রার্থীদের আপিলের রায় শুনানি হচ্ছে তিন দিন ধরে। এ তিন দিনে সিলেট বিভাগের ৬ প্রার্থীর মনোনয়ন বৈধ হয়েছে।

সর্বশেষ আজ শুনানির তৃতীয় দিন মঙ্গলবার (১২ ডিসেম্বর) সিলেটের ৫ জন প্রার্থিতা ফিরে পেয়েছেন। সকাল ১০টা থেকে রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনের অডিটোরিয়ামে শুনানিকালে তাদের প্রার্থিতা বৈধ বলে ঘোষণা করে ইসি।

মঙ্গলবার প্রার্থিতা ফিরে পাওয়া ৫ জন হলেন- সিলেট-৩ আসনের স্বতন্ত্র প্রার্থী ইহতেশামুল হক চৌধুরী দুলাল, সিলেট-২ আসনে বাংলাদেশ কংগ্রেস মনোনীত প্রার্থী মো. জহির, সিলেট-৩ আসনে ইসলামী ঐক্যজোট মনোনীত প্রার্থী মইনুল ইসলাম, সিলেট-৪ আসনে তৃণমূল বিএনপির প্রার্থী আবুল হোসেন ও সুনামগঞ্জ-২ আসনের স্বতন্ত্র প্রার্থী মো. মিজানুর রহমান।

এর আগে প্রার্থীদের আপিল শুনানির দ্বিতীয় দিন সোমবার (১১ ডিসেম্বর) সুনামগঞ্জ-৪ আসনের স্বতন্ত্র প্রার্থী মোবারক হোসেন প্রার্থিতা ফিরে পান।

তবে প্রথম দিন (রবিবার) সিলেটের কোনো আসনের শুনানি অনুষ্ঠিত হয়নি।

উল্লেখ্য, ১৩ ডিসেম্বর (বুধবার) ৩০১-৪০০ নম্বর আপিল, ১৪ ডিসেম্বর ৪০১-৫০০ নম্বর আপিল এবং ১৫ ডিসেম্বর ৫০১ থেকে অবশিষ্ট আপিলের শুনানি অনুষ্ঠিত হবে।

এর আগে যাচাই-বাছাইয়ের পর তাদের মনোনয়নপত্র বাতিল করেন সংশ্লিষ্ট রিটার্রিং কর্মকর্তারা। পরে রিটার্নিং কর্মকর্তাদের সিদ্ধান্তের বিরুদ্ধে কমিশনে আপিল করেন তারা। আপিলে প্রার্থিতা ফিরে পাচ্ছেন অনেকে।

দ্বাদশ সংসদ নির্বাচনের তফসিল অনুযায়ী- প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ১৭ ডিসেম্বর। এরপর চূড়ান্ত প্রার্থীর সংখ্যা জানা যাবে। রিটার্নিং কর্মকর্তারা প্রতীক বরাদ্দ করবেন ১৮ ডিসেম্বর। এরপর প্রচারে নামবেন প্রার্থীরা, যা চলবে ৫ জানুয়ারি সকাল ৮টা পর্যন্ত। আর ভোট হবে ৭ জানুয়ারি।

[hupso]