- টাঙ্গুয়ার হাওরে হাউসবোট ব্যবসায় ঠকছেন ভ্রমণকারীরা: প্রশাসনের সতর্কতা
- পঞ্চগ্রাম ছাত্র ও সমাজ কল্যাণ পরিষদের নতুন কমিটি গঠন
- ঈদে ফাঁকা সিলেট মহানগর,প্রশান্তির ছোঁয়া।
- ঈদের জামাত শেষে দেশ বাসীর জন্য দোয়া চাইলেন প্রধান উপদেষ্ঠা
- বঙ্গবন্ধু শেখ মুজিব ও জাতীয় চার নেতার স্বীকৃতি বাতিল করা হয়নিঃ মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়
- নতুন নোটের ছবি প্রকাশ করলো কেন্দ্রীয় ব্যাংক
- এই বাজেট বাস্তবতার সঙ্গে সঙ্গতিহীন: আমীর খসরু
- সিলেটে এন্টি- করাপশন মুভমেন্ট জেলা আহবায়ক কমিটি গঠন।
- শাহজালাল রঃ উরুস উপলক্ষে আইনশৃঙ্খলা রক্ষায় প্রেস ব্রিফিং
- নেতাকর্মীদের ভালোবাসায় সিক্ত সাবেক জননন্দিত মেয়র আরিফুল হক চৌধুরী
» আমি বরই দিয়ে ইফতারি করব, আর তুই খেজুর-আঙুর খাবি তা হবে না : ইনু
প্রকাশিত: ০৬. মার্চ. ২০২৪ | বুধবার

আঙুর-আপেলের বদলে ইফতারে বরই-পেয়ারা দেওয়ার পরামর্শ দেওয়ায় শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূনের কঠোর সমালোচনা করেছেন জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি ও সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।
তিনি বলেছেন, এক মন্ত্রী বলেছেন রোজার সময়ে খেজুর আর আঙুর দিয়ে ইফতার করেন না। বরই দিয়ে করেন। আল্লাহ, কী বলব বলেন। আজকে নিত্যপণ্যের বাজারে মানুষ জর্জরিত। আপনি মানুষের সঙ্গে ঠাট্টা-মশকরা করছেন। মাননীয় প্রধানমন্ত্রী, এ ধরনের মন্ত্রীকে এখনই পেছনে লাথি মেরে বের করে দেন।
বিজ্ঞাপন
সোমবার (৪ মার্চ) বিকেলে রাজশাহী নগরীর গণকপাড়া মোড়ে (জয় বাংলা চত্বর) জাতীয় যুবজোটের বিভাগীয় যুব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
হাসানুল হক ইনু বলেন, যুবক তোমরা জাগো। বরইয়ের বস্তা মন্ত্রীর বাড়িতে ফেলো। আমি বরই দিয়ে ইফতারি করব, আর তুই খেজুর আর আঙুর খাবি। সাহস থাকে তো খেজুর আর আঙুরের আমদানি নিষিদ্ধ কর। গরিব মানুষ বরই খাবে। আর তুমি আঙুর আর খেজুর খাবা, তা হবে না, তা হবে না।
তিনি আরও বলেন, নির্বাচনের পর রাজনৈতিক অস্থিরতা দূর হয়েছে। খেটে খাওয়া নিম্নআয়ের মানুষদের মাঝে অস্থিরতা আছে। তারা কেউ স্বস্তিতে নাই। তাদের ভেতরে অস্থিরতা কাজ করছে। যে পণ্য হাত দিচ্ছে সেই হাতই পুড়ে যাচ্ছে। প্রতিটা জিনিসের দাম আকাশচুম্বি। ভারত থেকে পণ্য আসলে দাম কমছে। এই ব্যবসায়ী সিন্ডিকেটদের এখুনি গুঁড়িয়ে দেওয়ার সময় হয়েছে।
হাসানুল হক ইনু বলেন বলেন, অসৎ ব্যবসায়ী, আমলা ও রাজনীতিবীদদের ত্রি-মুখী সিন্ডিকেট নিত্যপণ্যের বাজার অস্থীতিশীল করে রেখেছে। এই তিন মাথার দানব বাংলাদেশকে দুর্নীতিতে অক্টোপাসের মতো ধরে রেখেছে। আমার প্রস্তাব, যদি বাজার স্থীতিশীল করতে চান, দেশকে স্থীতিশীল করতে চান; তাহলে তিন মাথার দানবকে ধরে মাথাগুলো থেতলে দিন।
রাজশাহী নগর কমিটির সভাপতি শরিফুল ইসলাম সুজনের সভাপতিত্বে যুবজোটের বিভাগীয় সমাবেশ সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক সুমন চৌধুরী। সমাবেশে প্রধান বক্তা ছিলেন যুবজোটের সভাপতি মো. শরিফুল কবীর স্বপন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন, জাসদের সহ-সভাপতি অ্যাডভোকেট মজিবুল হক বকু, যুগ্ম সাধারণ সম্পাদক রোকনুজ্জামান রোকন, জাসদ রাজশাহী মহানগর সভাপতি আব্দুল্লাহ আল মাসুদ সিদ্দিকী শিবলী। এছাড়া অতিথি হিসেবে মঞ্চে ছিলেন জাসদের কেন্দ্রীয় উপদেষ্টামন্ডলীর সদস্য বীর মুক্তিযোদ্ধ শফিউর রহমান শফি, রাজশাহী জেলা জাসদের সভাপতি প্রদীপ মৃধা, মহানগর জাসদের সাধারণ সম্পাদক আমিরুল কবির বাবু, যুবজোটের কার্যকরী সভাপতি আমিনুল আজিম বনি। (সৌজন্যে: ঢাকা পোস্ট)
[hupso]সর্বশেষ খবর
- টাঙ্গুয়ার হাওরে হাউসবোট ব্যবসায় ঠকছেন ভ্রমণকারীরা: প্রশাসনের সতর্কতা
- পঞ্চগ্রাম ছাত্র ও সমাজ কল্যাণ পরিষদের নতুন কমিটি গঠন
- ঈদে ফাঁকা সিলেট মহানগর,প্রশান্তির ছোঁয়া।
- ঈদের জামাত শেষে দেশ বাসীর জন্য দোয়া চাইলেন প্রধান উপদেষ্ঠা
- বঙ্গবন্ধু শেখ মুজিব ও জাতীয় চার নেতার স্বীকৃতি বাতিল করা হয়নিঃ মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়