- সিলেট এন্টি করাপশন সোসাইটির পুর্ণাঙ্গ কমিটি গঠন
- কোয়ারী বন্ধের প্রতিবাদে কঠোর আন্দোলনের দিকে পাথর সংশ্লিষ্টরা
- পুলিশ সুপার বরাবরে অভিযোগ গনমাধ্যমে মিথ্যা সংবাদ পরিবেশন ও প্রবাসীর সম্পদ লুটপাট
- পঞ্চগ্রামে ফ্রি রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পিং-২০২৫ সম্পন্ন
- আত্মজা খুনি
- মেজরটিলায় মেয়ে ও পিতার গলা কাটা রহস্য উদঘাটনে পুলিশ তৎপর
- জকিগঞ্জে প্রবাসীর স্ত্রীর গলাকাটা লাশ উদ্ধার হত্যা না আত্মহত্যা?
- প্রায় এক লক্ষ শিক্ষক নিয়োগ দিবে NTRCA, গণবিজ্ঞপ্তি আজ, আবেদনের সুযোগ পাচ্ছেন না ৩৫ ঊর্ধ্বরা।
- টাঙ্গুয়ার হাওরে হাউসবোট ব্যবসায় ঠকছেন ভ্রমণকারীরা: প্রশাসনের সতর্কতা
- পঞ্চগ্রাম ছাত্র ও সমাজ কল্যাণ পরিষদের নতুন কমিটি গঠন
» বিশিষ্ট রাজনীতিবিদ সাবেক এমপি নজির হোসেন আর নেই
প্রকাশিত: ২৮. মার্চ. ২০২৪ | বৃহস্পতিবার

মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, বীর মুক্তিযোদ্ধা সুনামগঞ্জ-১ নির্বাচনী এলাকার (জামালগঞ্জ, তাহিরপুর, ধর্মপাশা ও মধ্যনগর) তিন বারের সাবেক এমপি কিংবদন্তি রাজনৈতিক নজির হোসেন আর নেই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
বৃহস্পতিবার ভোর ৪টা ২০ মিনিটে ঢাকাস্থ একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
জানা গেছে, সাবেক এমপি নজির হোসেন ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের সংগঠক ও মুক্তিযুদ্ধে ট্যাকের ঘাট সাব সেক্টরের সহ-অধিনায়ক ছিলেন।
বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব নজির হোসেন ১৯৯১ সালে জাতীয় সংসদের-২২৪ নম্বর আসন থেকে সুনামগঞ্জ-১ নির্বাচনী এলাকার (জামালগঞ্জ, তাহিরপুর, ধর্মপাশা ও মধ্যনগর) সিপিবি থেকে এ আসনে প্রথম সংসদ সদস্য নির্বাচিত হন। এরপর ১৯৯৩ সালের ১৫ অক্টোবর তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিতে যোগদান করেন। পরে ১৯৯৬ সালের ১৫ ফ্রেব্রুয়ারিতে দ্বিতীয়বার ও ২০০১ সালে তৃতীয়বারের মতো বিএনপি থেকে একই আসনে সংসদ সদস্য নির্বাচিত হন। তিনি সুনামগঞ্জ জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও পরবর্তীতে সভাপতি হন।
পারিবারিক সূত্রে জানা গেছে, আজ বিকেল ৩টা ৩০ মিনিটে সুনামগঞ্জ পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় তার প্রথম নামাজে জানাজা ও তার নিজ গ্রাম শাহপুরের সাত গাও হাইস্কুল মাঠে দ্বিতীয় জানাযা শেষে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন হবে।
[hupso]