সর্বশেষ

» শাহী ঈদগাহে ঈদ জামাতে নজরদারি করবে ড্রোনসহ বিভিন্ন নিরাপত্তা সংস্থা

প্রকাশিত: ০৯. এপ্রিল. ২০২৪ | মঙ্গলবার

সিলেটে ঈদের জামাত অনুষ্ঠিত হবে ৪৩০ স্থানে
ঈদুল ফিতরে সিলেটের মুসল্লিদের নিরাপত্তা নিশ্চিতে পাহারা দিবে ড্রোন। শাহী ঈদগাহ ও আশাপাশ এলাকা থাকবে কঠোর নজরদারির আওতায়। যেকোনো ধরণের নাশকতা ঠেকাতেই সিলেট মহানগর পুলিশের এই উদ্যোগ।

আজ মঙ্গলবার (৯ এপ্রিল) দুপুর দেড়টার দিকে ঈদগাহ ময়দান পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।

এসময় তিনি বলেন, এবার ঈদে মুসল্লিদের নিরাপত্তায় আমরা সর্বোচ্চ ব্যবস্থা নিয়েছি। বোম ডিসপোজাল টিম থাকবে। ক্রাইম রেসপন্স টিমের পাশাপাশি অন্যান্য গোয়েন্দা সংস্থার কর্মীরাও সক্রিয় থাকবে।

তিনি সিলেটবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন।

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন সিলেট সিটি কর্পোরেশনের ১৭নং ওয়ার্ডের কাউন্সিলর রাশেদুল ইসলাম, সিলেট মহানগর আওয়ামী লীগের সহসভাপতি ও শাহী ঈদগাহ ব্যবস্থাপনা কমিটির সেক্রেটারি ফয়জুল আনোয়ার আলাউর ও শাহী ঈদগাহের মোতাওয়াল্লী শফিক বখত।

সিলেটের প্রধান ঈদের জামায়াত অনুষ্ঠিত হয় ঐতিহ্যবাহী শাহী ঈদগাহে। এবার এখানে মোট তিনটি জামায়াত অনুষ্ঠিত হবে। এরমধ্যে প্রথম জামায়াত সকাল ৮টায় অনুষ্ঠিত হওয়ার কথা।

সিলেট সিটি কর্পোরেশনের মেয়ার আনোয়ারুজ্জামান চৌধুরী, সিলেট-১ আসনের সাংসদ ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেনসহ সরকারি বেসরকারি উর্ধ্বতন কর্মকর্তারা শাহী ঈদগাহেই ঈদের নামাজ আদায় করবেন বলে সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে।

[hupso]